জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধির কারণে সৃষ্ট অসন্তোষকে কেন্দ্র করে শ্রীলঙ্কার শত শত পেট্রোল পাম্পে সেনা মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তেলের আকস্মিক দাম বৃদ্ধি ও সংকটের কারণে কয়েক দিন ধরে পেট্রোল পাম্পগুলোতে মানুষের লাইন লেগেই থাকছে। সর্বশেষ পেট্রোল পাম্প ও কেরোসিন কিনতে গিয়ে লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে তিনজনের।
এমন প্রেক্ষাপটে সরকার সেনাবাহিনীকে পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। এরপরই শুরু হয় সেনাসদস্যদের টহল ও অবস্থান।
সেনাবাহিনীর মুখপাত্র নীলান্ত প্রেমরত্ন রয়টার্সকে বলেন, প্রতিটা পেট্রোল পাম্পে অন্তত দুজন করে সেনাসদস্য মোতায়েন করা হচ্ছে। এই সেনারা তেল বিতরণে সহায়তা করবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে শুরু করে পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ। দেশটি থেকে জ্বালানি তেলসহ নানা পণ্য আমদানি করছে না অনেকেই।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর বিশ্বের জ্বালানি তেলের অন্যতম প্রধান উৎস রাশিয়া। ইউক্রেনে হামলা নিয়ে এ দেশ থেকে তেল আমদানি না করায় বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকে। সব মিলিয়ে এখনও তেলের বাজার রয়েছে অস্থির।