সময়ের সঙ্গে এটা স্পষ্ট হচ্ছে যে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান দীর্ঘ সময় চলবে। অন্তত পুতিনের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত কিয়েভের মাটিতে রুশ সেনারা অবস্থান করবে।
বিষয়টি ভালোভাবেই টের পেয়েছে ইউরোপ। তাই তো আগেভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। আসন্ন সংকট মোকাবিলায় সদস্য দেশগুলোকে আয়োডিন ট্যাবলেট, বিভিন্ন ওষুধ এবং পরমাণু প্রতিরক্ষা পোশাক মজুত করে রাখার আহ্বান জানিয়েছে ইইউ।
পাশাপাশি সম্ভাব্য রাসায়নিক বা জৈব হামলার পরের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখারও পরামর্শ দিয়েছে ইউরোপের এই জোটটি।
ফিন্যান্সিয়াল টাইমসকে সোমবার ইইউর মুখপাত্র বলেন, ‘রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল বা পারমাণবিক হামলা মোকাবিলায় জোটের দেশগুলোকে প্রস্তুত রাখতে কাজ করছে কমিশন। এ হামলা হতে পারে ইউক্রেন যুদ্ধের পর।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কয়েক দিন পর রাশিয়া তার পারমাণবিক অস্ত্রগুলোকে উচ্চ সতর্কতায় রেখেছিল। একে ইউক্রেন ইস্যুতে ন্যাটোর আক্রমণাত্মক বিবৃতি এবং মস্কোয় পশ্চিমাদের আর্থিক নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মার্চের শুরুতে রাশিয়ার দখল করা ইউক্রেনের জাপোরোজস্কায়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছিল। আগুন অবশ্য দ্রুত নিভিয়ে ফেলায় তেমন ক্ষতি হয়নি বলে জানিয়েছিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
কয়েক দিন পর মস্কো জানায়, ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল ইউক্রেনীয়রা, যা প্রতিহত করা হয়েছে।
এ দুটি ঘটনা থেকে পরমাণু হামলার আশঙ্কা করে ইইউ, রাশিয়া এবং এমনকি যুক্তরাষ্ট্র। তাই তারা পটাসিয়াম-আয়োডিন ট্যাবলেটের চাহিদা বাড়ানোর দিকে ঝোঁকে। কারণ এই ট্যাবলেট মানবদেহে বিকিরণের প্রভাব কমাতে সহায়ক।
মার্চের শুরুতে বেলজিয়াম, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্রসহ ইউরোপের বিভিন্ন দেশে এ ট্যাবলেটের মজুত শেষ হয়ে গেছে বলে জানিয়েছিল ফার্মেসিগুলো।
পারমাণবিক হামলা ঠেকাতে ইইউর প্রস্তুতি দেখভাল করছে হেলথ ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স অথরিটি (এইচইআরএ)। গত সেপ্টেম্বরে কোভিড-১৯ মোকাবিলায় এটি প্রতিষ্ঠা হয়েছিল।
ইউরোপিয়ান পার্লামেন্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর প্রতিনিধি ভেরোনিক ট্রিলেট লেনোয়ার বলেন, ‘পারমাণবিক ক্ষেত্রগুলোর জন্য আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া প্রয়োজন। এইচইআরএ ব্লকটি এমন কিছুর সতর্কতা এবং পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে।’