বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উচ্চপদস্থ কর্মকর্তা হারানোর কথা স্বীকার রাশিয়ার

  •    
  • ২১ মার্চ, ২০২২ ১৫:৩৭

রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরের ফার্স্ট র‍্যাঙ্ক কমান্ডার অ্যান্ড্রে পেলি ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের এক লড়াইয়ে নিহত হয়েছেন। রোববারই রাশিয়ার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে আলাদা ঘটনায় ইউক্রেনের সেনারা ৪ জন জেনারেলকে হত্যার দাবি করলেও রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। তবে এবার একজন নৌকমান্ডার যুদ্ধে নিহত হয়েছে বলে স্বীকার করে নিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম কোনো উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা স্বীকার করলো দেশটি।

আরটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরের ফার্স্ট র‍্যাঙ্ক কমান্ডার অ্যান্ড্রে পেলি ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের এক লড়াইয়ে নিহত হয়েছেন। রোববারই রাশিয়ার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রাশিয়ার পক্ষ থেকে ক্রিমিয়া শহরের সেভাস্তোপোলের সিনেটর ইয়েকাতিরনা আলতাবাইভাই প্রথম কমান্ডার অ্যান্ড্রে পেলির মৃত্যুর খবরটি জানান। তিনি বলেন, মারিওপোল শহর মুক্ত করতে গিয়ে নাৎসিদের হাতে কমান্ডার প্রাণ হারিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত বলেননি এই রুশ আইনপ্রণেতা।

সেভাস্তোপলের গভর্ণর মিখাইল রাজভোজাইভ মারিওপোলে রুশ কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুইজনই জানান, ব্যক্তিগত ভাবে তারা এই রুশ কমান্ডারকে চিনতেন। নিহত কমান্ডারের পরিবার ও বন্ধুবান্ধবের প্রতিও তারা সমবেদনা জানিয়েছেন।

রাশিয়ার দেয়া মারিওপোল শহরের আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। মস্কো সময় ভোর ৫টার মধ্যে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিয়েছিল রাশিয়া। বিনিময়ে রাশিয়ার প্রস্তাব ছিল, দুটি মানবিক করিডর দিয়ে বেসামরিক নাগরিকদের শহর ত্যাগের সুযোগ দেবে রুশ সেনারা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রাশিয়ার সামরিক অভিযান। ইউক্রেনের রাজধানী কিয়েভ খারকিভ, মারিওপল, সুমিসহ প্রধান শহরগুলোতে লড়াই চলছে। ইউক্রেনের দাবি, সর্বশেষ নিহত এই রুশ নৌকমান্ডারসহ দেশটি এখন পর্যন্ত ৫ জন উচ্চপদস্থ রুশ সামরিক বাহিনীর কর্মকর্তাকে হত্যা করেছে।

এদিকে ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।

এ বিভাগের আরো খবর