রুশ বিলিয়নেয়ার রোমান আব্রাহমোভিচের বিমানসহ রাশিয়ার সঙ্গে সম্পর্কিত প্রায় ১০০ বিমানকে উড্ডয়নের সুযোগ না দিয়ে গ্রাউন্ডেড করে রেখেছে যুক্তরাষ্ট্র সরকার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ বলেছে, বিমানগুলো রাশিয়ার ওপর দেয়া দেশটির নিষেধাজ্ঞাগুলো লঙ্ঘন করছে। এ ছাড়া বিশ্বে যেকোনো জায়গায় এই বিমানগুলোকে কোনো পরিষেবা দিলে বড় অঙ্কের জরিমানা এমনকি জেলও হতে পারে।
রাশিয়ার পতাকাবাহী এরোফ্লটসহ রুশ এয়ারলাইনস দ্বারা পরিচালিত বিমান নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে রুশ ধনকুবের রোমান আব্রাহমোভিচের গালফস্ট্রিম প্রাইভেট জেট। যদিও এর বেশির ভাগই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িংয়ের বিমান।
সর্বশেষ তেলআবিব বিমানবন্দরে দেখা গেছে রোমান আব্রাহমোভিচকে। ছবি: সংগৃহীত
ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে যে ৭ রুশ ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তার মধ্যে রোমান আব্রাহমোভিচ একজন। তিনি যুক্তরাজ্যের ফুটবল ক্লাব চেলসির মালিক। তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে অস্ট্রেলিয়াতেও। ইউরোপীয় ইউনিয়নও তার সম্পদ জব্দের সিদ্ধান্ত নিয়েছে।
বলা হয়ে থাকে, ৫৫ বছর বয়সী আব্রাহমোভিচের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদিও তিনি বরাবরই তা অস্বীকার করেছেন।
তবে আব্রাহমোভিচ শুধু রুশ নাগরিকই নন। তার পর্তুগাল ও ইসরায়েলের নাগরিকত্বও রয়েছে।