বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলকাতা মিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

  •    
  • ১৭ মার্চ, ২০২২ ২২:৫৫

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন ও মুজিব চিরঞ্জীব মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপ-হাইকমিশনার তৌফিক হাসানসহ অন্য কর্মকর্তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে কলকাতায়।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনে বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন ও মুজিব চিরঞ্জীব মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপ-হাইকমিশনার তৌফিক হাসানসহ অন্য কর্মকর্তারা।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে বঙ্গবন্ধুর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর উপ-হাইকমিশনার তৌফিক হাসান স্বাগত ভাষণ দেন।

এদিনের আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহনমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘আমার বাবা বঙ্গবন্ধুর ভক্ত ছিলেন। বাবার কাছে শুনতে শুনতে আমিও ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর অনুরাগী। বঙ্গবন্ধুর শেখানো অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা আমরা করে চলেছি।’

বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক মানস ঘোষ এবং সাংবাদিক ও সমাজকর্মী শাহরিয়ার কবির।

এর আগে বুধবার উপহাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে পুরস্কার বিতরণ, শিশু কিশোরদের আবৃত্তি, গান ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এ বিভাগের আরো খবর