শিক্ষার্থীদের আন্দোলনের জেরে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এবছর বসন্ত উৎসব উদযাপন হচ্ছে না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব উদযাপনের সিদ্ধান্ত হয়েছিল ১৮ মার্চ। তবে দুইদিন আগে বসন্ত উৎসব বাতিল বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্বভারতী কর্মী পরিষদ।
কর্মী পরিষদের সদস্য কিশোর ভট্টাচার্য বলেন, ‘শান্তিনিকেতনের পরিবেশ এখন অশান্ত। তাই ১৮ মার্চ বসন্ত উৎসব উদযাপন সম্ভব নয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে উৎসব উদযাপনের কথা ভাবা হবে।’
গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বভারতীর শিক্ষার্থীরা হোস্টেল খোলাসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের অভিযোগ, হোস্টেল না খোলার জন্য তারা ক্যাম্পাসে ফিরতে পারছেন না। আন্দোলন জোরদার হলে পাঠদান, পরীক্ষা, প্রশাসনিক কাজ ব্যাহত হয়।
জানা গেছে, এর মাঝে বসন্ত উৎসব নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেখানে সিদ্ধান্ত হয়, বিশ্বভারতী পরিবারের সদস্যদের নিয়ে গত বছরের মতো ঘরোয়াভাবে বসন্ত উৎসব উদযাপন হবে এবছরও।
তবে ক্যাম্পাসের আন্দোলন পরিস্থিতির কারণে কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই প্রথম ঐতিহ্যবাহী বসন্ত উৎসব পুরোপুরি বন্ধ হয়ে গেল।