ইউক্রেন ও রাশিয়ার চতুর্থ দফা আলোচনা মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।
ইউক্রেনের প্রতিনিধি দলের মাইখাইলো পোডোলিয়াক এক টুইট বার্তায় বলেন, ‘ওয়ার্কিং সাবগ্রুপে আরও কাজ করার জন্য ও কিছু স্বতন্ত্র সংজ্ঞা স্পষ্ট করার জন্য এ বিরতি নেয়া হয়েছে। তবে আলোচনা সামনে চলবে।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে দুই পক্ষ ভার্চুয়াল আলোচনায় অংশ নেয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি দুই পক্ষের আলোচনাকে ‘জটিল আলোচনা’ হিসেবে উল্লেখ করেন।
চতুর্থ দফার আলোচনা শুরুর আগে ইউক্রেন জানায়, তারা ‘যুদ্ধবিরতি ও রুশ সেনা প্রত্যাহারের’ দাবি জানাবে।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়।
গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন-রাশিয়ার প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কোনো সিদ্ধান্ত আসেনি। ৩ মার্চ বেলারুশের বেলোভেজস্কায়া পুশচায় দ্বিতীয় দফা আলোচনা হয়। সে সময় বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোরের বিষয়ে চুক্তি হয়।
উভয় দেশের প্রতিনিধিরা ৭ মার্চ বেলারুশে তৃতীয় দফা আলোচনায় বসেন। এরপর ১০ মার্চ তুরস্কের আন্তালিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রি কুলেবার মধ্যে আলোচনা হয়।