ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা নতুন করে শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন। তবে এবার সরাসরি নয়। ভিডিও লিংকের মাধ্যমে আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। কিয়েভের স্থানীয় সময় সকাল ১০:৩০-এ বৈঠক শুরু হবে।
গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের ঘোষণার পরপরই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। এরই মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপলের মতো গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়ে লড়াই চলছে ইউক্রেনীয় ও রুশ সেনাদের মধ্যে।
এমন পরিস্থিতিতে বিবিসির প্রতিবেদনে সর্বশেষ যা জানা যাচ্ছে:
- রাশিয়াকে যেকোনো ধরনের সামরিক সহায়তার বিষয়ে চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্রের চীন দূতাবাস বলেছে, রাশিয়ার পক্ষ থেকে এমন প্রস্তাবের বিষয়ে অবগত নয় চীনা দূতাবাস।
- ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা নতুন করে শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন। তবে এবার সরাসরি নয়। ভিডিও লিংকের মাধ্যমে আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। কিয়েভের স্থানীয় সময় সকাল ১০:৩০-এ বৈঠক শুরু হবে।
- ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করছে সর্বশেষ ২৪ ঘণ্টায় তারা রাশিয়ার ৪টি বিমান, ৩টি হেলিকপ্টার ও বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।
- মারিওপলের আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া গেছে। এ ছাড়া কিয়েভের আবাসিক ভবনে রুশ গোলার আঘাতে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দেশটির প্রধানতম বিমানবন্দর আনতোনভে রুশ গোলা আঘাত হেনেছে।
- যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়াও ’৩৩ জন রুশ অলিগার্ক, ধনকুবের ও তাদের পরিবারের সদস্যদের’ ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। নিষেধাজ্ঞার তালিকায় ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রাহামোভিচও রয়েছেন।
- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।