বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আহত সেনাদের দেখতে হাসপাতালে জেলেনস্কি

  •    
  • ১৪ মার্চ, ২০২২ ০১:৫০

হাসপাতালে আহত সেনাদের খোঁজ-খবর নেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সময় তাদের সঙ্গে ছবিও তোলেন তিনি। এক পর্যায়ে সেনাদের প্রশংসা করে পদকও দেন এই রাষ্ট্রপ্রধান।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বাড়ির বাইরে এলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। আহত সেনাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি।

স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে জেলেনস্কিকে হাসপাতালে দেখা গেছে বলে আল জাজিরার লাইভে জানানো হয়েছে।

হাসপাতালে আহত সেনাদের খোঁজ-খবর নেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সময় তাদের সঙ্গে ছবিও তোলেন তিনি। এক পর্যায়ে সেনাদের প্রশংসা করে পদকও দেন এই রাষ্ট্রপ্রধান।

ভিডিওতে জেলেনস্কিকে বলতে শোনা যায়, ‘সুস্থ হয়ে ওঠো। তোমাদের শক্তি কামনা করি। তোমরা মহান।’

যুদ্ধ শুরুর পর নিজ বাসা-কর্মস্থল থেকেই নির্দেশনা দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ভার্চুয়ালি নানা দেশের প্রতিনিধির সঙ্গে যোগ দিচ্ছেন বৈঠকেও। প্রায়ই তাকে ভিডিওতে দেখা যাচ্ছে, তবে এবারই প্রথম বাসার বাইরে এলেন।

সীমান্তে সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। প্রতিরোধ শুরু করে ইউক্রেনীয় সেনারাও। যুদ্ধ বন্ধে এরই মধ্যে তিন দফা বৈঠকে বসেছে ইউক্রেন-রাশিয়া। তবে কার্যত কোনো সিদ্ধান্ত আসেনি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রতিদিনই প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। ধ্বংস হচ্ছে বাড়ি-ঘর-স্থাপনা। দেশ ছেড়ে সীমান্ত দিয়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছে মানুষ।

এ বিভাগের আরো খবর