বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাশিয়ায় অবরোধের খড়গ ব্রিটিশদের জীবনমানে

  •    
  • ৯ মার্চ, ২০২২ ২০:২৫

সিইবিআর দাবি করেছে, ব্রিটেন জীবনযাত্রার মানে সবচেয়ে বড় আঘাত পেতে যাচ্ছে। কারণ নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী পণ্যের দাম ও মুদ্রাস্ফীতি বেড়েছে।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে যুক্তরাজ্যের নাগরিকদের জীবনমান কমবে বলে ইঙ্গিত দেয়া হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চর-এর (সিইবিআর) এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে।

প্রতিবেদনটির বরাত দিয়ে আরটি জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি বেড়েছে।

এতে বলা হয়েছে, দেশটির পরিবার প্রতি খরচ এখন ২ হাজার ৫০০ পাউন্ড কমাতে হবে৷ ফলে তাদের জীবনমান কমবে।

সিইবিআর দাবি করেছে, ব্রিটেন জীবনযাত্রার মানে সবচেয়ে বড় আঘাত পেতে যাচ্ছে। কারণ নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী পণ্যের দাম ও মুদ্রাস্ফীতি বেড়েছে।

যুক্তরাজ্যের চ্যান্সেলর ঋষি সুনাক আগামী ২৩ মার্চ বাজেট নিয়ে বক্তব্য দেবেন। প্রতিষ্ঠানটি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি তাকে চাপে ফেলেছে।

যুক্তরাজ্যের অর্থনীতিকে রক্ষা করতে চ্যান্সেলরের ঠিক কী পদক্ষেপ নেয়া উচিত সে বিষয়ে অবশ্য কোনো রূপরেখা দেয়নি তারা।

তবে বাজেট নিয়ে বক্তব্য দেয়ার বিষয়ে এখনও কিছু জানাননি সুনাক।

পরিস্থিতি যুক্তরাজ্যের জন্য আরও খারাপ হতে পারে বলে সিইবিআর ইঙ্গিত দিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রুশ সেনারা ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন। এরপর থেকেই বিশ্বব্যাপী পণ্যের দাম ও মুদ্রাস্ফীতি বেড়েছে।

এ বিভাগের আরো খবর