নিজ দেশে রুশ সেনাদের হামলার বিরুদ্ধে লড়ে যাচ্ছে ইউক্রেন। নানা উপায়ে তাদের সহযোগিতায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এবার ইউক্রেনের জন্য প্রবাস সরকার গঠনের পরিকল্পনা করছে তারা।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের কর্মকর্তারদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে কীভাবে সহায়তা করা হবে তার একটা গতিপথ তৈরি হয়ে গেছে। পরিকল্পনার বিস্তারিত কর্মকর্তারা জানাতে চাননি। ইউক্রেনীয়দের প্রতিরোধ অব্যাহত রাখার জন্য পরিকল্পনা করছে পশ্চিমারা।
এতে বলা হয়েছে, প্রথম পদক্ষেপ হিসেবে ইউক্রেনের জন্য কীভাবে একটি প্রবাস সরকার গঠন করা যায় তা নিয়ে সহযোগিতার পরিকল্পনা করছে পশ্চিমারা। এই প্রক্রিয়ায় রুশ সেনাদের বিরুদ্ধে গেরিলা আক্রমণ চালানো হবে।
ইউক্রেনের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্র যে অস্ত্র সরবরাহ করেছে এবং যেগুলো সে দেশে পাঠানো হচ্ছে, তা আন্দোলনের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন কর্মকর্তারা।
টানা কয়েকদিন ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালাতে শুরু করে রাশিয়া। প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও।
যুদ্ধে প্রতিদিনই ঘটছে প্রাণহানির ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবন ও স্থাপনাসহ নানা গুরুত্বপূর্ণ জিনিস। বাস্তুচ্যুত হচ্ছে বহু মানুষ। যুদ্ধ বন্ধ নিয়ে এরই মধ্যে দুই দফা ইউক্রেন-রাশিয়া বৈঠকে বসলেও কার্যত কোনো সিদ্ধান্ত আসেনি।
সার্বিক পরিস্থিতিতে পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর অর্থনৈতিকসহ নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। ইউক্রেনে অস্ত্র ও অস্ত্র কিনতে অর্থও পাঠিয়েছে বেশ কিছু দেশ।