রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে ভূমিকার জন্য পদোন্নতি পেয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুজনি।
তাকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল র্যাংক দেয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি তার বক্তব্যে এ ঘোষণা দেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশ সময় শনিবার ভোরে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়।
টুইটে পদোন্নতি পেয়ে জেনারেল হওয়া জালুজনিকে অভিনন্দন জানানো হয়।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে সামরিক অভিযান শুরুর পর রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধের দাবি করে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতির বিষয়ে নিয়মিত তথ্য-উপাত্ত দিচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে শুক্রবার এক পোস্টে বলা হয়, সামরিক অভিযান শুরুর পর ৯ হাজার ১৬৬ জনের মতো রুশ সেনা নিহত হয়েছেন।
পোস্টে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরা হয়।
এতে বলা হয়, ৯ দিনে রাশিয়ার ২৫১টি ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী। এ সময়ে রাশিয়ার ৯৩৯টি সাঁজোয়া যান, ১০৫টি আর্টিলারি সিস্টেম, ৫০টি এমএলআরএস, ১৮টি বিমানবিধ্বংসী ওয়ারফেয়ার সিস্টেম, ৩৩টি বিমান ও ৩৭টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
এর বাইরে রাশিয়ার ৪০৪টি যানবাহন/মোটরযান, দুটি লাইট স্পিডবোট, ৬০টি জ্বালানি ট্যাংক, তিনটি ড্রোন ধ্বংসের দাবি করে ইউক্রেন।