বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণে ‘রুশ সেনারা’

  •    
  • ৪ মার্চ, ২০২২ ১৩:০৮

কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়, রাশিয়ার ট্যাংকের গোলার আঘাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগে। শুরুর দিকে আগুন নেভাতেও বাধা দেয়া হয়েছে রুশ সেনাদের পক্ষ থেকে।

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়ার পরই এবার টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা।

এর আগে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়, রাশিয়ার ট্যাংকের গোলার আঘাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগে। শুরুর দিকে আগুন নেভাতেও বাধা দেয়া হয়েছে রুশ সেনাদের পক্ষ থেকে।

পরে দমকল বাহিনীর তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। এ ছাড়া পারমাণবিক কেন্দ্র ও তার আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রাও স্বাভাবিক রয়েছে।

এর আগে ইউক্রেনের চেরনোবিলে সোভিয়েত আমলে এক পারমাণবিক দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পারমাণবিক প্রযুক্তির ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় দুর্ঘটনা।

জাপোরিঝিয়াতে আগুনের সূত্রপাত হওয়ার পরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, ‘জাপোরিঝিয়ায় যেকোনো বিপর্যয় চেরনোবিলের থেকেও ১০ গুণ বিপর্যয়কর হবে।’

ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এই জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ইউক্রেনের চাহিদার চার ভাগের এক ভাগ বিদ্যুতের জোগান দেয় এই কেন্দ্রটি।

এ বিভাগের আরো খবর