করোনা পরিস্থিতিতে বন্ধ থাকার প্রায় দুই বছর পর খুলে দেয়া হলো অস্ট্রোলিয়ার আন্তর্জাতিক সীমান্ত।
স্থানীয় সময় সোমবার এই সীমান্ত খুলে দেয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
আন্তর্জাতিক সীমান্ত খুলে দেয়ার মাধ্যমে এখন অন্য দেশে থাকা অস্ট্রেলিয়ার নাগরিক এবং টিকা নেয়া পর্যটকরা এ দেশে প্রবেশ করতে পারছেন।
২০২০ সালের মার্চে বন্ধ করে দেয়া হয় অস্ট্রেলিয়ার সীমান্ত। এরপর জারি করা হয় করোনার কিছু বিধিনিষেধ। এমন পরিস্থিতিতে দেশটির পর্যটন খাতে প্রভাব পড়তে থাকে।
গত বছর অস্ট্রেলিয়ান ও কিছু বিদেশিকে দেশে প্রবেশ করার অনুমতি দেয়া হলেও পর্যটকদের জন্য বন্ধই ছিল সীমান্ত।
সীমান্ত খুলে দেয়ার প্রথম দিন সিডনি বিমানবন্দরে বেশ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই ফিরতে থাকেন দেশে। অনেক দিন পর স্বজনদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন মানুষ।
শার্লট নামের তরুণী দাদার সঙ্গে আলিঙ্গন করা একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি বলেন, ‘আমি তাকে অনেক মিস করেছি। তার সঙ্গে সাক্ষাতের জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম।’
সীমান্ত খুলে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘মহামারির শুরুতে যেদিন আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিয়েছিলাম, সেদিন থেকেই আমি এ দিনের অপেক্ষায় ছিলাম।’