বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিয়ের অনুষ্ঠানে কুয়ায় পড়ে ১৩ মৃত্যু

  •    
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ০৮:৪৩

পুরোনো একটি কুয়ার ওপর রাখা ঢাকনায় বুধবার রাতে বসা ছিল নারী ও শিশুরা। তাদের ভারে ঢাকনাটি ফেটে যায়। এতে কুয়ায় পড়ে যায় তারা।

ভারতের উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় কুশিনগর জেলার একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে কুয়ায় পড়ে নারী-শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার রাতে পুরোনো একটি কুয়ার ওপর রাখা ঢাকনায় বসা ছিল নারী ও শিশুরা। তাদের ভারে ঢাকনাটি ফেটে যায়। এতে কুয়ায় পড়ে যায় তারা।

আহত লোকজনকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর ১৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুজনের অবস্থা গুরুতর।

হাসপাতালের ফুটেজে বিয়ের পোশাকে থাকা স্বজনদের বিলাপ করতে দেখা যায়।

কুশিনগর জেলা ম্যাজিস্ট্রেট এস রাজালিঙ্গম সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে দুর্ঘটনাবশত কুয়ায় পড়ে ১১ জনের মৃত্যুর তথ্য এসেছে এবং অন্য দুজন মারাত্মক আহত হয়েছেন। একটি বিয়ের অনুষ্ঠানে এমনটি ঘটেছে, যেখানে লোকজন ঢাকনার ওপর বসে ছিল এবং ভারে সেটি ফেটে যায়।’

পরবর্তী সময়ে বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) গোরখপুর অঞ্চলের এডিজি অখিল কুমার বলেন, মৃতের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে।

তিনি বলেন, ‘কুশিনগরের নেবুয়া নৌরাঙ্গিয়া এলাকায় গত রাত সাড়ে ৮টার দিকে বিয়ের অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে, যে সময় কিছু লোক ঢাকনাটির ওপর বসে ছিল। চাপে ভেঙে যায় ঢাকনাটি।’

জেলা ম্যাজিস্ট্রেট জানান, কুয়া ট্র্যাজেডিতে মৃত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে।

ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

এ বিভাগের আরো খবর