কানাডায় আন্দোলনরত ট্রাকচালকরা অচল করে দিয়েছেন দেশটির রাজধানী অটোয়াকে। ভারী ট্রাকগুলো পার্ক করে রেখে শহরের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা।
কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (সিবিসি) কর্মীরা রাস্তার ট্রাকগুলোকে গুনে দেখেছেন। ওয়েলিংটন স্ট্রিটে ১০৯টি ও কেন্ট স্ট্রিটে ৪০টি ট্রাক পার্ক করে রাখা হয়েছে। অটোয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কথিত ‘রেড জোন’-এ ৫০০ ভারী ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। ফলে রাজধানীতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।
সিবিসির সঙ্গে কথা বলেছেন আন্দোলনরত ট্রাকচালক ললয়েড ক্রোউ। তিনি ওন্টারিওর প্রিকটনের বাসিন্দা। পার্লামেন্ট ভবনের কয়েক ব্লক দূরেই তার ট্রাক পার্ক করে রাখা হয়েছে।
তিনি বলেন, ‘যদি তুমি ট্রাকের এয়ার ব্রেকস সম্পর্কে জানো, শুধু বোতাম চেপে দেবে, ট্রাকের ১৮টি চাকাই লক হয়ে যাবে। বড় রেকার ছাড়া আর কোনো কিছুই এটিকে সরাতে পারবে না। আর কোনো রেকার এখানে আসবেও না, কারণ তারাও আমাদের দলে।’
প্রকৃত অর্থেই চালকদের সহযোগিতা ছাড়া ট্রাকগুলো সরিয়ে রাস্তা খালি করা সম্ভব নয়।
এদিকে চলমান অচলাবস্থার মাঝেই কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে ট্রাকচালকদের চলমান আন্দোলনের জেরে রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন রাজধানী অটোয়া শহরের মেয়র জিম ওয়াটসন।
মেয়র বলেছেন, শহরটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আন্দোলনকারীদের জন্য শহরবাসী সুরক্ষা ও নিরাপত্তা হুমকিতে পড়েছে।
‘ফ্রিডম কনভয়’ নামের এই আন্দোলন ট্রাকচালকরা তখনই শুরু করেন, যখন দেশটির ট্রাকচালকদের করোনা প্রতিরোধী প্রতিষেধক দেয়া বাধ্যতামূলক করা হয়।