ইউরোপের দেশ রোমানিয়া ও লাটভিয়ায় ক্রিপ্টো বেশ আগে থেকেই বৈধ। সাম্প্রতিক সময়ে ক্রিপ্টোকারেন্সি দেশ দুটির জন্য যেমন সম্ভাবনা সৃষ্টি করছে, তেমনি শঙ্কারও কারণ হয়েছে কিছু কিছু দিক থেকে।
এবার ক্রিপ্টোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিপ্টো অ্যাসেট ও ব্লকচেইন শিল্পের ক্ষেত্রে রোমানিয়া ও লাটভিয়া তার বিধিবিধান হালনাগাদ করার সিদ্ধান্ত নিয়েছে।
বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে রোমানিয়ার জাতীয় আয় কমে যাওয়া ক্রিপ্টো-সংক্রান্ত লেনদেন ও সম্পদের ক্ষেত্রে কর বৃদ্ধি করতে চায় দেশটি।
আর লাটভিয়া চাচ্ছে অর্থ পাচার ঠেকাতে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশটিতে ব্যাপক অর্থ পাচারের ঘটনা ঘটতে থাকায় একে আটকাতে বদ্ধপরিকর লাটভিয়া।
রোমানিয়ার অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রণালয় দেশের আর্থিক ব্যবস্থার সঙ্গে ক্রিপ্টোঅ্যাসেটের প্রাসঙ্গিকতা সম্পর্কে পুরোপুরি সচেতন। একই সঙ্গে মন্ত্রণালয় মনে করে, ক্রিপ্টো-সংক্রান্ত দেশের কর ব্যবস্থাপনায়ও হালনাগাদের প্রয়োজন।
মুখপাত্র আরও জানিয়েছেন, বিশেষজ্ঞরা ক্রিপ্টো-সংক্রান্ত অন্যান্য দেশের কর ব্যবস্থাপনাও খতিয়ে দেখছে।
আর লাটভিয়ার স্টেট রেভিনিউ সার্ভিসের (এসআরএস) দৃষ্টি ভার্চুয়াল কারেন্সি এক্সচেঞ্জ সাইটগুলোতে। মানি লন্ডারিং রোধের জন্য তারা ভার্চুয়াল কারেন্সি সাইটগুলোকে পর্যবেক্ষণে রাখতে চায়।
তবে রোমানিয়া ও লাটভিয়ার অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানিয়েছেন, জাতীয় পর্যায়ে নেয়া সিদ্ধান্তগুলো কতটুকু প্রয়োগ করা যাবে তা নির্ভর করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এ-সংক্রান্ত আলোচনার ওপর। কারণ উভয় দেশই ইইউর সদস্য।