উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ে ফক্স নিউজের এক সাংবাদিক প্রশ্ন করায় মেজাজ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউজের ইস্ট রুম কম্পিটিশন কাউন্সিলে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন। এসময়ই সাংবাদিকের প্রশ্নের উত্তরে ধৈর্য্য হারান তিনি।
ফক্স নিউজের হোয়াইট হাউজের ওই প্রতিনিধির নাম পিটার ডুসি।
তিনি মুদ্রাস্ফীতি নিয়ে বাইডেনকে প্রশ্ন করেন, ‘মুদ্রাস্ফীতি নিয়ে কিছু জিজ্ঞেস করাটা ঠিক হবে? নাকি মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি (বাইডেন) মুদ্রাস্ফীতির বিষয়টিকে রাজনৈতিক দায়বদ্ধতা বলে মনে করেন?’
তখন বাইডেন তার পাশের জনকে নিচুস্বরে বলতে থাকেন, ‘না, অধিক মুদ্রাস্ফীতি...সেটা তো মহাসম্পদ। কুত্তার বাচ্চা কী বোকা!’
বাইডেন নিচুস্বরে গালি দিলেও তার মাইক্রোফোনটি চালু ছিল।
প্রতিবেদনে বলা হয়, দেখে মনে হচ্ছিল, তিনি হয়তো বিড় বিড় করে নিজের সঙ্গেই কথা বলছেন, নয়তো মাইকটি যে চালু, তা তিনি বোঝেননি।
ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দামে উলম্ফন দেখা দিয়েছে। ফলে গত চার দশকের মধ্যে দেশটিতে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনের পর বাইডেনের ফোন পেয়েছেন বলে ফক্স নিউজকে জানান সাংবাদিক ডুসি। তিনি বলেন, ‘ফোনে বাইডেন বলেছেন, ‘যা ঘটেছে তা ব্যক্তিগত কিছু না।’
ডুসি বলেন, ‘তিনি সবকিছু পরিষ্কার করেছেন। আমি এটার প্রশংসা করি।’