বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মমতাকে মেসির সঙ্গে তুলনা বিজেপি নেতার

  •    
  • ২৫ জানুয়ারি, ২০২২ ২২:০৮

মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুটবলার লিওনেল মেসির সঙ্গে তুলনা করে জয়প্রকাশ মজুমদার বলেন, ‘দুদিন খেলে মেসির সঙ্গে খেলতে নামা যায় না।’

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুটবলার লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন রাজ্য বিজেপি থেকে সদ্য বরখাস্ত জয়প্রকাশ মজুমদার।

দলবিরোধী কাজের জন্য রোববার শোকজ করা হয় বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে। এরপর সোমবার তাদের সাময়িক বরখাস্ত করেছে বিজেপি।

এই ঘটনার পর মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন জয়প্রকাশ মজুমদার।

তার অভিযোগ, বিজেপির রাজনীতিকে দুর্বল করতে দলটির একাংশ দায়ী।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পুরনো নেতাদের ওপর দল আস্থা রাখেনি বলে অভিযোগ করেন জয়প্রকাশ।

তিনি বলেন, ‘অন্য দলের নেতাদের দিয়ে বাজিমাত করার চেষ্টা শুরু হয়। অন্য রাজ্যের নেতাদের এনে পশ্চিমবঙ্গ দখলের কথা বলা হয়। এটা ভুল হচ্ছে বলে আমি দলকে আগেই জানিয়েছিলাম।

‘২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর জয়ের স্বপ্ন ব্যর্থ হতেই বিজেপির অন্য রাজ্যের নেতারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যান। সংবাদ সম্মেলন করার মতো নেতা পাওয়া যায় না।’

তাকেই সংবাদ সম্মেলনে যেতে বলা হয় অভিযোগ তুলে জয়প্রকাশ বলেন, ‘মমতা ব্যানার্জির মতো দেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যাদের রাজ্য কমিটিতে রাখা হয়েছে তাদের অভিজ্ঞতা একেবারেই কম।'

এরপর তৃণমূল নেত্রী ও রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুটবলার লিওনেল মেসির সঙ্গে তুলনা করেন তিনি। বলেন, ‘দুদিন খেলে মেসির সঙ্গে খেলতে নামা যায় না।’

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, ‘আমরা এতদিন এই কথাগুলোই বলেছি। কিন্তু ওরা বিজেপির হয়ে যুক্তি দিয়ে গেছেন। এখন জয়প্রকাশ মজুমদার সত্যিটা বললেন।’

সংবাদ সম্মেলনের পর সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি ছেড়ে সম্প্রতি তৃণমূলে যোগ দেয়া বাবুল সুপ্রিয় এ প্রসঙ্গে টুইট করেন। তিনি বলেন, ‘পাঁচ মাস আগে পশ্চিমবঙ্গ বিজেপি সম্পর্কে যা বলেছিলাম এখন সংবাদ সম্মেলনে তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। গণপ্রত্যাখ্যানে বিজেপি পশ্চিমবঙ্গে বিলুপ্ত হবে।’

এ বিভাগের আরো খবর