বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জার্মানিতে হামলার পর বন্দুকধারীর ‘আত্মহনন’

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২২ ২২:০৭

পুলিশের পক্ষ থেকে জনগণকে হামলার শিকার এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে, যাতে উদ্ধার অভিযানে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়।

জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে লেকচার হল অডিটোরিয়ামে এক বন্দুকধারী হামলা চালিয়ে চারজনকে আহত করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বন্দুকধারীও প্রাণ হারিয়েছে।

জরুরি বিভাগের কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাজ করছেন।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর হামলায় আহত চারজনের মধ্যে দু-একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের পক্ষ থেকে জনগণকে হামলার শিকার এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে, যাতে উদ্ধার অভিযানে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়।

বেশ কয়েক বছর ধরে জার্মানি বেশ কয়েকটি উগ্রবাদী হামলার শিকার হয়েছে। তবে দেশটিতে অস্ত্রসংক্রান্ত আইন বেশ কঠিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুকধারীর হামলা হয় না বললেই চলে।

জার্মান সংবাদপত্র বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী লেকচার হলেই গুলি ছুড়তে শুরু করে। তিনি নিজেকে নিজেই গুলি করে আত্মহত্যা করেন।

হামলা চালানো বন্দুকধারী হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।

এ বিভাগের আরো খবর