করোনাভাইরাসের ডেল্টা ও ওমিক্রন ধরন দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বব্যাপী। অনেক দেশ সামাজিক দূরত্ব বজায় রাখতে নতুন করে বিধিনিষেধ জারি করেছে। করোনা প্রতিরোধী টিকা দেয়ার ক্ষেত্রেও বেড়েছে গতি। এর মাঝেই হোয়াইট হাউসের চিকিৎসা উপদেষ্টা এন্থনি ফাউসি জানিয়েছেন, করোনাভাইরাসকে গুটিবসন্তের মতো মুছে ফেলা যাবে না।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফাউসি জানান, প্রকৃত অর্থে কীভাবে মহামারির অবসান হবে তা তিনি নিশ্চিত নন।
তিনি বলেন, ‘যদি সংক্রামক রোগের ইতিহাসের দিকে তাকাই, আমরা শুধু গুটিবসন্তকেই প্রকৃতি থেকে দূর করতে পেরেছি। করোনাভাইরাসের ক্ষেত্রে এমনটি হবে না।
কিন্তু আশা করা যায় এই ভাইরাসটির সক্ষমতা কমতে কমতে এমন পর্যায়ে আসবে যখন স্বাভাবিক সামাজিক, অর্থনৈতিক ও অন্যান্য কর্মকাণ্ডের ক্ষেত্রে এটি আর বাধা প্রদান করতে পারবে না।’
এটি তখন এন্ডেমিক পর্যায়ের একটি ভাইরাসে পরিণত হতে পারে।
যদি সংক্রামক রোগের ইতিহাসের দিকে তাকাই, আমরা শুধু গুটিবসন্তকেই প্রকৃতি থেকে দূর করতে পেরেছি। করোনাভাইরাসের ক্ষেত্রে এমনটি হবে না।
এন্ডেমিক পর্যায়ে একটি ভাইরাস চলে যাওয়া মানে এটি এলাকাভিত্তিক সাধারণ রোগে পরিণত হওয়া। ফলে করোনায় মানুষ আক্রান্ত হবে কিন্তু এর খুব একটা শারীরিক প্রভাব পড়বে না। মহামারির মতো ভয়ংকর পরিস্থিতিও নিয়ে আসবে না।
ফাউসি বলেন, ওমিক্রন ধরন কি করোনাভাইরাসকে সাধারণ একটি ভাইরাসে পরিণত করতে পারবে, তা বলার সময় এখনও আসেনি।
তবে তিনি বলেন, ‘আমি আশা করি এমনটাই হবে।’
তবে এটি শুধু তখনই ঘটবে, যখন অন্য কোনো ধরন এসে পূর্বের প্রতিরোধ ক্ষমতাকে এড়িয়ে যেতে না পারে।
এদিকে জনহপকিন্স ইউনিভারসিটি থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শুধু যুক্তরাষ্ট্রতেই সর্বশেষ ১ সপ্তাহে ৫৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। বিশ্বব্যাপী মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৫ লাখ মানুষ মারা গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই ৮ লাখ ৫২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।