বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেক্সাসে জিম্মি ঘটনায় যুক্তরাজ্যে দুই অপ্রাপ্ত বয়স্ক গ্রেপ্তার

  •    
  • ১৭ জানুয়ারি, ২০২২ ১১:৩৯

যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, জিম্মিকারী আকরাম দুই সপ্তাহ আগে জন এফ কেনেডি এয়ারপোর্ট দিয়ে নিউ ইয়র্কে আসেন।

যুক্তরাজ্যের টেক্সাসে ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) জিম্মি ঘটনায় নিহত হয়েছেন জিম্মিকারী ব্রিটিশ নাগরিক। তদন্তের ধারাবাহিকতায় এবার সেই ঘটনায় যুক্তরাজ্যে আটক হলো দুই অপ্রাপ্ত বয়স্ক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মি ঘটনায় যুক্তরাষ্ট্রে ৪৪ বছর বয়সী ব্রিটিশ নাগরিক মালিক ফয়সাল আকরাম পুলিশের গুলিতে নিহত হওয়ার পর যুক্তরাজ্য পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুই অপ্রাপ্ত বয়স্ক আটকের ঘটনা জানাল।

তবে ম্যানচেস্টারে আটক হওয়া দুই অপ্রাপ্তবয়স্ক ছেলে নাকি মেয়ে এবং তাদের বয়সও প্রকাশ করা হয়নি।

এর আগে ম্যানচেস্টারের মেট্রোপলিটন পুলিশ জানায়, জিম্মি ঘটনায় ব্রিটিশ নাগরিক মৃত্যুর পর তাদের সন্ত্রাসবিরোধী বিভাগের কর্মকর্তা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ও এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।

ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় পুলিশ যুক্তরাষ্ট্রের তদন্তে সহায়তা করছে।

যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, জিম্মিকারী আকরাম দুই সপ্তাহ আগে জন এফ কেনেডি এয়ারপোর্ট দিয়ে নিউ ইয়র্কে আসেন।

পুলিশের গুলিতে মৃত্যুর আগে আকরাম টেক্সাসের একটি সিনাগগে ৪ জনকে জিম্মি করেন। এর মাঝে একজন ইহুদি ধর্মগুরুও (রাবাই) ছিলেন।

এ বিভাগের আরো খবর