করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে ভারতে শুরু হলো এই ভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেয়া।
সোমবার দেশটিতে স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইনার ও বয়োজ্যেষ্ঠদের মধ্যে বুস্টার ডোজ দেয়া শুরু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
করোনায় বিপর্যস্ত ভারত। দিন দিন বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। ভাইরাসের নতুন ধরন ওমিক্রন এই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সোমবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এ দেশের ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জন।
এক টুইটবার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া বুস্টার ডোজ শুরু হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনের অতিরিক্ত নিরাপত্তা দিতে বুস্টার ডোজের ব্যবস্থা করা হয়েছে।’
দিল্লিতে বুস্টার ডোজ গ্রহণকারী এক ব্যক্তি বলেন, ‘আমরা ভালো অনুভব করছি। বুস্টার ডোজের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বের অন্য দেশেও। একের পর এক শনাক্ত হচ্ছে ভাইরাসের নতুন নতুন ধরন।
এমন অবস্থায় গত নভেম্বরে দক্ষিণ অফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রন ভারতে ছড়িয়ে উদ্বেগের কারণ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ হতে পারে।
ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, ৬০ বছরের বেশি বয়সীরাসহ এক কোটির বেশি স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনারকে টিকার বুস্টার ডোজ দেয়া হবে।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, ভারতে ৩৫ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৩ হাজার।