যুক্তরাষ্ট্রের কৌতুক অভিনেতা বব সেগেটের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় রোববার ফ্লোরিডার ওরল্যান্ডের একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
আশির দশকের জনপ্রিয় শো ‘ফুল হাউস’ দিয়ে বিখ্যাত হন এই স্ট্যান্ড-আপ কমেডিয়ান। তিনি টেলিভিশন উপস্থাপক এবং পরিচালক হিসেবেও পরিচিত।
হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬৫ বছর বয়সী এই অভিনেতাকে মৃত অবস্থায় উদ্ধার করেন অরেঞ্জ কাউন্টি শেরিফ বিভাগের কর্মকর্তারা।
কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্তে হোটেল কক্ষে মাদক ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে তার কমেডি ট্যুর শুরু করেন কৌতুক অভিনেতা সেগেট; শনিবার ফ্লোরিডার জ্যাকসনভিল দিয়ে যা শুরু হয়।
এই ট্যুরের জন্যই সেগেট ফ্লোরিডার হোটেলে অবস্থান করছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিনোদন জগতের সতীর্থরাসহ অগণিত ভক্ত।