বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিমবঙ্গে অর্ধেক গ্রাহক নিয়ে খুলছে সেলুন-পার্লার

  •    
  • ৮ জানুয়ারি, ২০২২ ১৬:৩৪

পশ্চিমবঙ্গে সেলুন ও পার্লার রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে কর্মী ও গ্রাহককে করোনার টিকার দুটি ডোজ নেয়া থাকতে হবে।

ভারতের পশ্চিমবঙ্গে অর্ধেক গ্রাহক নিয়ে সেলুন ও বিউটি পার্লার খোলা রাখা যাবে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার এ নির্দেশনার কথা জানায়।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি সেলুন ও বিউটি পার্লার বন্ধেরও ঘোষণা দেয়া হয়।

সেলুন ও পার্লার বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েন এই পেশার মানুষরা। এ অবস্থায় সাঁলো অ্যান্ড স্পা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে চিঠি দেয়া হয়। চিঠিতে অফিস-আদালত ও গণপরিবহনের মতো অর্ধেক গ্রাহক নিয়ে সেলুন ও পার্লার খোলার আবেদন জানান তারা।

তাদের এ আবেদনের পরই রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি দিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেলুন ও পার্লার রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে কর্মী ও গ্রাহককে করোনার টিকার দুটি ডোজ নেয়া থাকতে হবে। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।

এই নির্দেশ ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গসহ ভারতের সব রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার একই সময় পর্যন্ত পশ্চিমবঙ্গে ১৮ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে হয়েছে ১৮ জনের।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জনের শরীরে। একই সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৮৫ জনের।

এ বিভাগের আরো খবর