বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে ইতালিফেরত ফ্লাইটে ১২৫ জনের করোনা

  •    
  • ৬ জানুয়ারি, ২০২২ ১৮:৫৫

অমৃতসর বিমানবন্দরের পরিচালক ভি কে শেঠ বলেন, ‘ইউরো আটলান্টিক এয়ারওয়েজের বিমানটি অবতরণের পর ১৬০ আরোহীর করোনা পরীক্ষা হয়। এতে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিমানে থাকা বাকিরা শিশু ও নবজাতক হওয়ায় তাদের পরীক্ষা করানো হয়নি।

করোনার তৃতীয় ঢেউ সামলাতে ব্যস্ত ভারত। সচেতনতার পাশাপাশি গণটিকাদান কর্মসূচি চলছে জোরেশোরে। উদ্ভূত পরিস্থিতে দিল্লির নতুন মাথাব্যথার কারণ হলো ইতালি থেকে ফেরা একটি ফ্লাইট।

উত্তরপশ্চিমের রাজ্য পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করা চার্টার্ড বিমানের ১২৫ আরোহীর করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেন অমৃতসর বিমানবন্দরের পরিচালক ভি কে শেঠ।

তিনি বলেন, ‘ইউরো আটলান্টিক এয়ারওয়েজের বিমানটি অবতরণের পর ১৬০ আরোহীর করোনা পরীক্ষা হয়। এতে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিমানে থাকা বাকিরা শিশু ও নবজাতক হওয়ায় তাদের পরীক্ষা করানো হয়নি।’

‘যারা শনাক্ত হয়েছেন তাদের অনেকে অমৃতসরে, বাকিদের নিজ নিজ জেলায় কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’

অমৃতসর বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ইতালির মিলান থেকে ছেড়ে আসা ওয়াই ইউ সিক্স সিক্স ওয়ান চার্টার্ড ফ্লাইটটি বুধবার দুপুর দেড়টার দিকে অবতরণ করে। যেহেতু করোনার ঝুঁকিতে থাকা শীর্ষ দেশ ইতালি থেকে ফ্লাইটি এসেছে, তাই সব আরোহীকে পরীক্ষা করানো হয়। এতে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

পাঞ্জাবে করোনা শনাক্তের দৈনিক হার বাড়ছে। বুধবার শনাক্ত হয়েছেন এক হাজার ৮১১ জন। এ নিয়ে রাজ্যটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৮ হাজার ৭২৩। মারা গেছেন চারজন।

এ বিভাগের আরো খবর