বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিমবঙ্গে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস চলবে অর্ধেক কর্মীতে

  •    
  • ২ জানুয়ারি, ২০২২ ১৭:৩৯

পশ্চিমবঙ্গের মুখ্য সচিব জানিয়েছেন, রাজ্যে করোনার সংক্রমণ বেড়েছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সোমবার থেকে ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে; অর্ধেক কর্মী নিয়ে চলবে সব ধরনের অফিস।

রোববার পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্নে জরুরি বৈঠকে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে, যা ৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে। রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের সব স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব ধরনের অফিস-আদালত ৫০ শতাংশ কর্মী নিয়ে চালু রাখতে হবে।

সুইমিংপুল, স্পা, বিউটি পারলার, জিম বন্ধ থাকবে। রেস্তোরাঁ, বার, সিনেমা হলে ৫০ শতাংশ দর্শক নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। শপিংমল, মার্কেট কমপ্লেক্স ৫০ শতাংশ মানুষ নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

লোকাল ট্রেন, মেট্রো ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে। সন্ধ্যা ৭টা থেকে লোকাল ট্রেন বন্ধ থাকবে। দূরপাল্লার ট্রেন চালু থাকবে। চিড়িয়াখানা, বিনোদন পার্কসহ সব ট্যুরিস্ট স্পট বন্ধ থাকবে। সর্বোচ্চ ৫০ জন নিয়ে করা যাবে সামাজিক অনুষ্ঠান। শেষ যাত্রায় ২০ জন অংশ নিতে পারবেন।

নবান্নে রাজ্য সরকারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিধি মেনে খোলা থাকবে দোকান-বাজার। করোনাবিধি মেনে হোম ডেলিভারি চালু থাকবে। লন্ডনফেরত সব বিমানের ফ্লাইট বন্ধ থাকবে। বিদেশ থেকে বিমানে এলে আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক।

সংবাদ সম্মেলনে মুখ্য সচিব জানিয়েছেন, রাজ্যে করোনার সংক্রমণ অনেক বেড়েছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে। গত চার দিনে চার গুণ সংক্রমণ বেড়েছে। কলকাতায় ১১টি মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হয়েছে। পাঁচজনের বেশি আক্রান্ত হলে ওই এলাকা কনটেইনমেন্ট জোন।

তিনি আরও জানান, সব গণপরিবহন স্যানিটাইজ করা বাধ্যতামূলক। মাস্ক ছাড়া দোকান-বাজারে প্রবেশ করা যাবে না। মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেয়া হবে। জরুরি পরিষেবা ছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে। এক মাস পিছিয়ে দেয়া হয়েছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প।

এ বিভাগের আরো খবর