ভারতের রাফালে যুদ্ধবিমানের বিপরীতে নিজের বহরে নতুন যুদ্ধবিমান যুক্ত করল পাকিস্তান বিমানবাহিনী।
চীনের নির্মিত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বিমান হিসেবে বিবেচনা করা হয় চীনের জে-১০সি যুদ্ধবিমানকে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, মার্চের ২৩ তারিখ ‘পাকিস্তান ডে’তে বিমানগুলো প্রদর্শন করা হবে।
মাল্টিরোল কমব্যাট জে-১০সি যুদ্ধবিমান একটি সুপারসনিক যুদ্ধবিমান। শব্দের চেয়ে দ্রুত এর গতিবেগ। সব ধরনের আবহাওয়ায় ও রাতে অভিযান পরিচালনায় সক্ষম।
ফ্রান্সের কোম্পানি ডাসল্টের থেকে ভারত রাফালে যুদ্ধবিমান কিনলে এর বিপরীতে পাকিস্তান নতুন যুদ্ধবিমানের সন্ধান করছিল। দেশটির দীর্ঘদিনের মিত্র চীন তাদের এই সমস্যা সমাধানে এগিয়ে আসে।
২০২০ সালে চীন ও পাকিস্তানের যৌথ সামরিক মহড়ায় জে-১০সি যুদ্ধবিমান অংশগ্রহণ করে। তখন পাকিস্তানি বিশেষজ্ঞদের খুব কাছ থেকে বিমানটির সক্ষমতা যাচাইয়ের সুযোগ হয়।
সদ্য যুক্ত হওয়া জে-১০সি যুদ্ধবিমান ছাড়াও পাকিস্তান বিমানবাহিনীর বহরে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান, ফ্রান্সের তৈরি মিরেজ যুদ্ধবিমান ছাড়াও নিজেদের তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান রয়েছে।