বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিজিটাল মুদ্রা আনছে মেক্সিকো

  •    
  • ৩১ ডিসেম্বর, ২০২১ ১৩:১০

মেক্সিকোর কেন্দ্রীয় সরকার বুধবার টুইটার বার্তায় ডিজিটাল মুদ্রা চালু করার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা নিশ্চিত করে বলেছে, ‘নতুন প্রযুক্তি ও পরবর্তী প্রজন্মের পেমেন্ট স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ।’

বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির বিপরীতে এর সমপর্যায়ের কিছু তৈরি করার চেষ্টা করছে অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক। সেখানে যোগ হলো মেক্সিকোও।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক ২০২৪ সালের মধ্যে নিজস্ব ডিজিটাল মুদ্রা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির কেন্দ্রীয় সরকার বুধবার টুইটার বার্তায় ডিজিটাল মুদ্রা চালু করার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা নিশ্চিত করে বলেছে, ‘নতুন প্রযুক্তি ও পরবর্তী প্রজন্মের পেমেন্ট স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ।’

মেক্সিকো কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলেজান্দ্রো ডি লিও এক সাক্ষাৎকারে বলেছেন, নীতিনির্ধারণী মহল কেন্দ্রীয় ব্যাংক থেকে ডিজিটাল মুদ্রা চালু করার বিষয়টি বিবেচনা করছিল।

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাঙ্কো ডি মেক্সিকো (ব্যানজিকো)’ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

ব্যানজিকোর পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল মুদ্রা চালু করার বিষয়টি এখনো গবেষণার পর্যায়ে আছে।

যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে অথবা ব্যাংক অ্যাকাউন্ট নেই, সবাই যাতে ডিজিটাল মুদ্রা ব্যবহারের জন্য অ্যাকাউন্ট খুলতে পারে। ফলে মূলধারার অর্থনীতির সঙ্গে জনগণের আরও সম্পৃক্ততা বাড়বে। আপাতত এই লক্ষ্যই নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

ডিজিটাল মুদ্রা আসলে কোনো ক্রিপ্টোকারেন্সি নয়। ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইন প্রযুক্তিতে তৈরি হয়। আর ডিজিটাল মুদ্রা আসলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত ফিয়াট কারেন্সিরই ডিজিটাল রূপ।

এ বিভাগের আরো খবর