আফগানিস্তানে নির্দিষ্ট দূরত্বে ভ্রমণে ইচ্ছুক কোনো নারীর সঙ্গে যদি ঘনিষ্ঠ পুরুষ স্বজন না থাকেন তবে ওই নারী যানবাহনে উঠতে পারবেন না।
তালেবানের পক্ষ থেকে রোববার এই ঘোষণা দেয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
দেশটির সদগুণ প্রচার এবং দুষ্কর্ম প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে হিজাব ছাড়া নারীদের পরিবহন সেবাা না দিতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক আকিফ মুহাজির বিবৃতিতে বলেন, ‘কোনো নারী ৪৫ মাইলের বেশি দূরত্বে ভ্রমণ করতে চাইলে তাকে পরিবারের পুরুষ সদস্যকে সঙ্গে নিতে হবে। এ ছাড়া তাদের পরিবহনের উঠতে দেয়া উচিত হবে না।’
পরিবহনের নারীদের চলাচল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নির্দেশনাও দিয়েছে তালেবান।
এর আগে একই মন্ত্রণালয় টিভিতে নাটক প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেয়। রয়েছে টিভিতে সংবাদ প্রচারের সময় নারীদের হিজাব পরার নির্দেশনাও।
তালেবান বলছে, গণপরিবহনের উঠতে হলে নারীদের হিজাব পরতে হবে। যানবাহনে গান বাজানোর ব্যাপারেও নিষেধাজ্ঞা থাকবে।
একের পর এক শহর দখলের পর গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তান নিয়ন্ত্রণে নেয় তালেবান। ওই সময় প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান।
এরপর ৭ সেপ্টেম্বর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তালেবান। এক পর্যায়ে নারী মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে সদগুণ প্রচার এবং দুষ্কর্ম প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করে তারা। নারীদের ওপর কড়াকড়ি আরোপ নিয়ে বরাবরই সমালোচানার মুখে আছে দেশটি।