বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওমিক্রন ‘আক্রান্তের’ বাড়ি ঘিরে দিনরাত ৪ প্রহরী

  •    
  • ২১ ডিসেম্বর, ২০২১ ২০:৪২

করোনার টিকার দুই ডোজ নেয়া ২৭ বছর বয়সী সাহিল ঠাকুর গত ২০ নভেম্বর দুবাইয়ে যান; ভারতে ফেরেন ৪ ডিসেম্বর। দুবাইয়ের বিমানবন্দরে করোনা পরীক্ষায় তার ‘নেগেটিভ’ ফল এলেও দিল্লির বন্দরে আসে ‘পজিটিভ’।

বিশ্বজুড়ে ‘বিদ্যুতের গতিতে’ ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন। দেশে দেশে সতর্কতার খবর মিলছে। এমন পরিস্থিতিতে ভারতের নয়াদিল্লিতে সন্দেহভাজন এক ওমিক্রন আক্রান্তের বাড়ি ঘিরে নিরাপত্তা প্রহরীদের পাহারা বসানো হয়েছে।

দুবাই থেকে এসে দিল্লির বিমানবন্দরে তার শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ গ্রহণ করে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

করোনার টিকার দুই ডোজ নেয়া ২৭ বছর বয়সী সাহিল ঠাকুর গত ২০ নভেম্বর দুবাইয়ে যান; ভারতে ফেরেন ৪ ডিসেম্বর। দুবাই বিমানবন্দরে করোনা পরীক্ষায় তার ‘নেগেটিভ’ ফল এলেও দিল্লির বন্দরে আসে ‘পজিটিভ’।

সম্প্রতি করোনা থেকে সেরে ওঠা ওই যুবক এনডিটিভিকে বলেন, ‘আমি ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবরটা শুনে মর্মাহত হয়েছি। বললাম, দয়া করে আবার পরীক্ষা করুন। আমার তো কোনো উপসর্গও নেই।’

উত্তর দিল্লির বাসিন্দা সাহিল আরও জানান, এরপরই তার বাড়ি ঘিরে দিনরাত চার নিরাপত্তাকর্মী নিয়োজিত করা হয়।

তিনি বলেন, ‘খুব কষ্টকর একটা অভিজ্ঞতা ছিল এটা। এখনও পর্যন্ত আমার বাড়ি ঘিরে দিনরাত চার নিরাপত্তাকর্মী পাহারা দিচ্ছেন। একপর্যায়ে একটি অ্যাম্বুলেন্সে করে আমাকে হাসপাতালে নেয়া হয়।’

সাহিল বলেন, ‘আমার গলায় ব্যথা, জ্বর কিছুই নেই। আমার যে করোনা হয়েছে, এমনও মনে হয়নি। এরপরও আমাকে হাসপাতালে রাখা হয়। হাসপাতালে দেখলাম, ৪০ জনের মধ্যে ৩০-৩৫ জনেরই কোনো উপসর্গ নেই।’

হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও তার ও তার পরিবারের সদস্যদের ওপর নজর রাখতে নিরাপত্তা প্রহরীরা বাড়ির সামনে থাকছেন বলে জানান তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা বিশ্বজুড়ে ছড়াতে থাকে। একের পর এক ধরা পড়ছে করোনার নতুন ধরন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। টিকা নেয়া কিংবা একবার আক্রান্ত হওয়া ব্যক্তিও এই ধরনে আক্রান্ত হতে পারেন।

এ বিভাগের আরো খবর