বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুস্টার ডোজ নিয়েছেন ট্রাম্প

  •    
  • ২১ ডিসেম্বর, ২০২১ ১৬:৪৭

গত সেপ্টেম্বরে ওয়াল স্ট্রিট জার্নালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সম্ভবত বুস্টার ডোজ নেব না।’ তবে শেষ পর্যন্ত তিনি কথা ঘুরিয়ে বুস্টার ডোজ গ্রহণ করার কথা জানালেন।

করোনার টিকার বুস্টার ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার ডালাসে লাইভ ইন্টারভিউ শো ‘দ্য হিস্টোরি ট্যুর’-এ তিনি এই তথ্য জানান বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদেন বলা হয়েছে।

প্রথম দিকে করোনার টিকা নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করতে থাকলেও একপর্যায়ে টিকা গ্রহণ করেন তিনি। তবে বলেছিলেন ‘সম্ভবত’ বুস্টার ডোজ নেবেন না।

এবার ফক্স নিউজের সাবেক উপস্থাপক বিলি ও’রাইলির সঙ্গে আসা অনুষ্ঠানে বুস্টার ডোজ নেয়ার কথাও স্বীকার করলেন সাবেক এই প্রেসিডেন্ট। বুস্টার ডোজের তথ্য দিয়ে তাৎক্ষণিক জনতার তাচ্ছিল্যের মুখে পড়তে হয় ট্রাম্পকে। তবে তা হাতের ইশারায় উড়িয়ে দেন তিনি।

উপস্থাপক রাইলি বলেন, ‘প্রেসিডেন্ট এবং আমি দুজনেই টিকা নিয়েছি।’ এ সময় উপস্থিত জনতা বিদ্রূপ করতে থাকেন। ট্রাম্পকে উদ্দেশ্য করে রাইলি বলেন, ‘আপনি কি বুস্টার ডোজ নিয়েছেন?’ ট্রাম্প উত্তর দেন, ‘হ্যাঁ। অমিও নিয়েছি।’ ‘ওহ, সত্যি’, বলেন রাইলি।

এ সময় উপস্থিত জনতা চিৎকার করে ওঠেন। ট্রাম্প হাত নাড়িয়ে বলতে থাকেন, ‘করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না’। ট্রাম্প করোনার টিকাদানে তার কৃতিত্ব রয়েছে দাবি করে বলেন, ‘হ্যাঁ, আমরা টিকাদান সম্পন্ন করেছি।’

এর আগে গত সেপ্টেম্বরে ওয়াল স্ট্রিট জার্নালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সম্ভবত বুস্টার ডোজ নেব না।’ তবে শেষ পর্যন্ত তিনি কথা ঘুরিয়ে বুস্টার ডোজ গ্রহণ করার কথা জানালেন।

গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে ক্ষমতা থেকে বিদায় নেন নানা কারণে সমালোচিত ডনাল্ড ট্রাম্প।

এ বিভাগের আরো খবর