বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ফ্রোজেন’ তারকা কেনডার আকস্মিক মৃত্যু

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২১ ২৩:০৪

ফ্রোজেন মুভ্যিতে কণ্ঠ দেয়া এই অভিনেত্রী সম্প্রতি ‘মাই ফেয়ার ল্যাডি’ সিনেমার একটি স্টেজ শোতে কাজ করছিলেন। মৃত্যুর আগের দিন শুক্রবারও তিনি এর রিহার্সেলে অংশ নেন।

মাত্র পঁয়ত্রিশেই থেমে গেল জাপানি অভিনেত্রী সায়াকা কেনডার জীবন। অ্যানিমেশন ম্যুভি ‘ফ্রোজেন’ এর আন্না চরিত্রে কণ্ঠ দেয়ার জন্য তিনি বেশ আলোচিত।

ব্রিটিশ গণমাধ্যম মেট্রোর খবরে জানানো হয়, শনিবার আকস্মিকভাবেই মৃত্যু ঘটে কেনডার। মৃত্যুর সময় জাপানের সাপোরোতে একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি।

কেনডার ব্যক্তিগত এজেন্সির পক্ষ থেকে তার মৃত্যুর খবর দিয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘রাত ৯টা ৪০ মিনিটে হঠাৎ করেই মারা গেছেন কেনডা। যেসব ভক্ত আমাদের সমর্থন করেন এবং আমাদের খেয়াল রাখেন তাদেরকে এমন একটি খবর দিয়ে আমরা খুব দুঃখিত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা এখনও তার মৃত্যুকে মেনে নিতে পারছি না এবং এটা সহ্য করা চেষ্টা করছি।’

কেনডার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

ফ্রোজেন মুভ্যিতে কণ্ঠ দেয়া এই অভিনেত্রী সম্প্রতি ‘মাই ফেয়ার ল্যাডি’ সিনেমার একটি স্টেজ শোতে কাজ করছিলেন। মৃত্যুর আগের দিন শুক্রবারও তিনি এর রিহার্সেলে অংশ নিয়েছিলেন।

হোটেল কক্ষে কেনডাকে অচেতন অবস্থায় আবিষ্কারের পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান।

বিখ্যাত অভিনেতা মাসাকি কেনডা ও গায়িকা সিকো মাতসুদার কন্যা ছিলেন সাকায়া কেনডা।

কেনডার মৃত্যুর প্রতিক্রিয়ায় বাচিক শিল্পী এলসা বলেন, ‘যে সময় তার সঙ্গে কাটিয়েছি তা এক অপূরণীয় গুপ্তধন।’

কেনডার প্রথম স্টেজ শো’র পরিচালক আমোন মিয়ামটো বলেন, ‘সে মাত্র শুরু করেছিল।’

কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী ‘বিন কেক’ স্বল্প দৈর্ঘ্য সিনেমায়ও অভিনয় করেছিলেন কেনডা। ২০১৭ সালে তিনি বিয়ে করলেও দুই বছর পর তার বিচ্ছেদ ঘটে।

এ বিভাগের আরো খবর