‘আল হুসেইনি’ নামের পাকিস্তানি মাছ ধরার নৌকা থেকে ৭৭ কেজি হেরোইন আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড ও অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড।
‘আল হুসেইনি’ নামের পাকিস্তানি মাছ ধরার নৌকা থেকে ৭৭ কেজি হেরোইন আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড ও অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গুজরাটের জনসংযোগ কার্যালয় এক টুইটবার্তায় জানিয়েছে, গুজরাটে ভারতীয় জলসীমার ভেতরেই হেরোইন আটকের ঘটনাটি ঘটে। এ সময় নৌকার ৬ জন কর্মীকেও আটক করা হয়।
গত বছরও গুজরাটের জলসীমায় পাকিস্তানি নৌকা থেকে ৩৫ কেজি হেরোইনসহ ৫ পাকিস্তানিকে আটক করা হয়। গুজরাটের ১ হাজার ৬০০ কিলোমিটার উপকূলীয় জলসীমা রক্ষা করা খুব একটা সহজ নয়।