সারা বিশ্বে এ বছর ৪৮৮ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।
সংবাদমাধ্যম টাইমস অফ মাল্টার প্রতিবেদনে জানা যায়, সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারের (আরএসএফ) তথ্যমতে, ২৫ বছর ধরে তারা সাংবাদিকদের ওপর নির্যাতনের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে। এ বছর সর্বোচ্চসংখ্যক সাংবাদিক আটকের তথ্য পাওয়া গেল।
এর বিপরীতে সাংবাদিক মৃত্যুর হার সবচেয়ে কম। এ বছর ৪৬ জন সাংবাদিক মারা গেছেন। সিরিয়া, ইরাক ও ইয়েমেনের মতো দেশগুলোয় এ বছর তুলনামূলক স্থিতিশীলতা থাকায় সাংবাদিক মৃত্যুর ঘটনা কম হয়েছে।
চীনে সাংবাদিক গ্রেপ্তারের ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন। দেশটিতে এ বছর ১২৭ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। সামরিক অভ্যুত্থানে অং সান সু চি ক্ষমতাচ্যুত হওয়ার পর মিয়ানমারেও সাংবাদিক গ্রেপ্তার বৃদ্ধি পেয়েছে। দেশটিতে এ বছর ৫৩ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া ভিয়েতনামে ৪৩, বেলারুশে ৩২ ও সৌদি আরবে গ্রেপ্তার হয়েছেন ৩১ জন।
এ বছর নারী সাংবাদিকও আটক হয়েছেন ৬০ জন, যা গত বছরের তুলনায় তিন গুণ।