যুক্তরাজ্যে সর্বোচ্চ করোনা শনাক্তের দিনে আসন্ন বড়দিন উপলক্ষে সামাজিক মেলামেশার ক্ষেত্রে সতর্ক করলেন প্রধানমন্ত্রী বরিস জনসন ও দেশটির শীর্ষ চিকিৎসা কর্মকর্তা ক্রিস হুইট্টি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, বুধবারের একটি সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, তিনি রেস্টুরেন্ট ও পাব বন্ধ করেননি। তবে জনসাধারণকে এইসব স্থানে যাওয়ার আগে ভেবে দেখার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রীর পাশাপাশি ক্রিস হুইট্টি বলেন, সাধারণ মানুষের অপ্রয়োজনে সামাজিক মেলামেশা করা উচিত হবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়লে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাবে।
সর্বশেষ বুধবার যুক্তরাজ্যে ৭৮ হাজার ৬১০ জন করোনাভাইরাসে সংক্রমিত হন। বিশ্বব্যাপী অতিমারি শুরুর পর এটিই এক দিনে দেশটির সর্বোচ্চ সংক্রমণ। এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ১০ লাখের ওপর। দেশটির জনসংখ্যার প্রতি ৭ জনের ১ জনের দেহে ইতিমধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
প্রফেসর হুইট্টির মতে যুক্তরাজ্যে এখন দুটি মহামারি চলছে। একটি হলো দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। অপরটি ডেল্টা ভ্যারিয়েন্ট।
হুইট্টি আরও জানান, ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। সামনের কয়েক সপ্তাহ এটি ঊর্ধ্বমুখী থাকবে। আর ওমিক্রন সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে, তা সত্যিই ভয়াবহ।