বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ভোট এলে গঙ্গায় স্নান, ভোট গেলে লাশ’

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২১ ২১:২৪

মমতা বলেন, ‘ভোট এলেই গঙ্গাস্নানের কথা মনে পড়ে। ভোট এলেই বারানসীতে ছুটে যান। উত্তরাখন্ডের মন্দিরে গিয়ে বসে পড়েন। আর ভোট মিটলেই মরদেহ গঙ্গায় ভাসিয়ে দেন। গঙ্গাকে অপবিত্র করেন।’

নির্বাচনের আগে ও পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণ নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘ভোট এলেই গঙ্গায় ডুব, আর ভোট চলে গেলে গঙ্গায় লাশ ভাসিয়ে দেন।’

মঙ্গলবার প্রধানমন্ত্রীর নাম উল্লেখ না করে গোয়া রাজ্যের পানাজির জনসভায় উত্তরপ্রদেশ সফররত মোদিকে কটাক্ষ করে এ কথা বলেন মমতা।

তৃণমূল নেত্রী বলেন, ‘ভোট এলেই গঙ্গাস্নানের কথা মনে পড়ে। ভোট এলেই বারানসীতে ছুটে যান। উত্তরাখন্ডের মন্দিরে গিয়ে বসে পড়েন। আর ভোট মিটলেই কোভিডের মরদেহ গঙ্গায় ভাসিয়ে দেন। গঙ্গাকে অপবিত্র করেন।’

বিরোধীদের অভিযোগ, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারানসী সফরে গেছেন।

বিজেপির উদ্দেশে উত্তরপ্রদেশের লক্ষীমপুরের কৃষক হত্যার ঘটনা প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী বলেন, ‘এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তা নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেউ কোনো বিবৃতি দেননি। উচিত ছিল একটা বিবৃতি দেয়া? যা হয়েছে তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

আগামী ফেব্রুয়ারিতে গোয়ার বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে তৃণমূল তৃতীয়বারের জন্য সরকার গঠন করে ভারতের অন্য রাজ্যে তাদের ক্ষমতা বিস্তারে মনোনিবেশ করেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিন দিনের সফরে গেছেন মমতা।

পানাজির জনসভায় কংগ্রেসের সমালোচনা করে তৃণমূল নেত্রী বলেন, ‘কংগ্রেস বলছে, একা লড়বে। গোটা দেশেই তো একা লড়লে বাবা, কী হলো? দুঃখের সময় সঙ্গে থাকবে না, শুধু ভোট এলেই তখন পাশে থাকার কথা? আমিও তো কংগ্রেসে ছিলাম। কেন বেরিয়ে এলাম? তোমাদের সিপিএমের সঙ্গে দোস্তি দেখে বেরিয়ে এলাম। তৃণমূল, এমজিপি এবং অন্যদের নিয়ে গোয়ায় জোট তৈরি হয়ে গেছে। এই জোটই এখন গোয়ায় বিজেপির মূল প্রতিপক্ষ।’

মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় বিজেপি বিদায়ের ডাক দিয়ে প্রশ্ন তোলেন, ‘বিজেপি কী করছে? গোয়ায় মৎস্যজীবীদের জন্য কী করেছে? খালি মিথ্যা কথা বলে। গোয়ায় বিজেপির বিকল্প তৃণমূল। আমাদের জোট দেখে বিজেপি ভয় পাচ্ছে। তৃণমূলই পারে বিজেপিকে হারাতে।’

এ বিভাগের আরো খবর