মেক্সিকোতে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি ট্রাক উল্টে ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৮ জন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, হতাহত ব্যক্তিদের বেশিরভাগ মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের বাসিন্দা। তারা যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশী ছিলেন।
হন্ডুরাস থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিলেন ট্রাকযাত্রীরা। পথে গুয়েতেমালার কাছে মেক্সিকোর চিয়াপাস প্রদেশের রাজধানী টুক্সলা গুতেরেজের দিকে যাওয়ার সময় একটি বিপজ্জনক মোড় নিতে গেলে দুর্ঘটনার শিকার হন তারা।
চিয়াপাস সিভিল প্রটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল জানিয়েছেন, ট্রাকটিতে নারী ও শিশুসহ ১০০ জনের বেশি মানুষ ছিল। এর সঙ্গে সংযুক্ত ট্রলারে তারা গাদাগাদি করে অবস্থান করছিলেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ এক টুইটবার্তায় এই দুর্ঘটনাকে খুবই মর্মান্তিক উল্লেখ করে গভীর সমবেদনা প্রকাশ করেন।