ওমিক্রন আতঙ্কের মাঝেই জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এবার আইসোলেশনে গেলেন।
ফ্রান্স-২৪-এর প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত জাতিসংঘের এক কর্মকর্তার সংস্পর্শে আসায় আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গুতেরেস।
জাতিসংঘের আসন্ন অনুষ্ঠানগুলোতেও তিনি অনুপস্থিত থাকবেন।
জাতিসংঘের প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় এবং সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলোর ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও অংশ নেওয়ার কথা ছিল মহাসচিবের।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক গুতেরেসের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। গুতেরেস সম্প্রতি করোনা প্রতিরোধী টিকার তৃতীয় ডোজ নিয়েছেন বলেও জানান তিনি।
যদিও বুস্টার ডোজ নিতে হীনম্মন্যতায় ভুগছিলেন মহাসচিব, কারণ বিশ্বের অধিকাংশ লোক এখনও প্রথম ডোজ টিকা পাননি।