বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে মৃত্যু বেড়ে ১৩

  •    
  • ৫ ডিসেম্বর, ২০২১ ০৯:৪১

আব্দুল মুহারি বলেন, ‘রোববার সকাল পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে থাকতে পারে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।’

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রাণহানি বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও মরদেহ থাকতে পারে বলে উদ্ধারকারীদের বরাত দিয়ে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার মাইগ্রেশন এজেন্সির মুখপাত্র।

সংবাদমাধ্যম এএফপিকে আব্দুল মুহারি বলেন, ‘রোববার সকাল পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেক থাকতে পারে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।’

এ সময় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান মুহারি।

শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে মাউন্ট সেমেরুতে অগ্ন্যুৎপাত শুরু হয়। মুহূর্তের মধ্যেই আশপাশের এলাকা কালো ধোঁয়া ও ছাইয়ে ছেয়ে যায়। এলাকা ছেড়ে মানুষজন নিরাপদ আশ্রয়ে চলে যেতে শুরু করে।

আগ্নেয়গিরির ছাই ১৫ হাজার মিটার ওপরে ওঠায় সে বিষয়ে এয়ারলাইনসকে সতর্ক করা হয়েছে। এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আশপাশের গ্রামগুলো ধ্বংসাবশেষে ঢেকে গেছে। ঘন ধোঁয়া সূর্যকে ঢেকে ফেলছে। পুরো এলাকা অন্ধকারে ছেয়ে গেছে।

স্থানীয় কর্মকর্তা তরিকুল হক বলেন, ‘ওই এলাকা থেকে মালাং শহরের একটি সড়ক ও ব্রিজ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অগ্ন্যুৎপাতের কারণে জরুরি অবস্থা তৈরি হয়েছে।’

সমুদ্র থেকে মাউন্ট সেমেরুর উচ্চতা ৩ হাজার ৬৭৬ মিটার। এর আগে গত বছরের ডিসেম্বরে এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।

এ বিভাগের আরো খবর