বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ক্ষুধা মেটানোর প্রতিশ্রুতি দেয়নি তালেবান, আল্লাহর কাছে চান’

  •    
  • ৩০ নভেম্বর, ২০২১ ২০:৫৩

আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বলেন, ‘ঘানি তার প্রাসাদকে একটি ব্যাংক বানিয়ে ফেলেছিলেন। ঘানি ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ার পর তার প্রাসাদ থেকে বিপুল অঙ্কের নগদ অর্থ খুঁজে পায় তালেবান যোদ্ধারা।’

জাতির ক্ষুধা মেটানোর প্রতিশ্রুতি তালেবান দেয়নি, জনগণের উচিত খাদ্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। দারিদ্র্য প্রশ্নে জাতির উদ্দেশে প্রথম ভাষণে এ কথা বলেছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।

আফগানিস্তানের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খামা নিউজ এ খবর ছেপেছে।

এতে বলা হয়, আফগানিস্তানের জাতীয় রেডিও ও টেলিভিশনে শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। ৩০ মিনিটের অডিও বার্তায় বলেন, ‘ঘানি সরকারের দুর্নীতি ও তহবিল তছরুপের কারণে দেশের অর্থনীতির বেহাল দশা। এই বিপর্যয় ঠেকাতে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর এগিয়ে আসা উচিত।

‘ঘানি তার প্রাসাদকে একটি ব্যাংক বানিয়ে ফেলেছিলেন। ঘানি ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ার পর তার প্রাসাদ থেকে বিপুল অঙ্কের নগদ অর্থ তালেবান যোদ্ধারা খুঁজে পায়।’

তালেবানবিরোধীদের সাধারণ ক্ষমার ঘোষণা বহাল থাকবে জানিয়ে আখুন্দ বলেন, ‘শাস্তি কেবল তারাই পাবেন, যারা অপরাধ করেছেন।‘

নারী অধিকার প্রশ্নে আখুন্দ বলেন, ‘ইসলামিক আইন অনুযায়ী স্বাধীনতা পাবেন নারীরা। এটা নিশ্চিতভাবে ঘানি সরকারের চেয়ে উত্তম।’

তবে ঠিক কী ধরনের স্বাধীনতার কথা বলা হচ্ছে, তা পরিষ্কার করেননি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।

বিদেশি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে তালেবান সরকার হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেন, ‘উদার পররাষ্ট্রনীতিতে চলবে আফগানিস্তান।‘

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের মধ্যেই গত ১৫ আগস্ট বিনা বাধায় কাবুল দখলে নেয় তালেবান। রাজনৈতিক এই অস্থিরতায় বেড়ে যায় মুদ্রাস্ফীতি, চাকরি হারান হাজারও মানুষ। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে পারছে না নতুন সরকার। দেখা দিয়েছে চরম মানবিক সংকট।

যুক্তরাষ্ট্রে জব্দ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ১০ বিলিয়ন ডলার রিজার্ভ উদ্ধার হলে সংকট কিছুটা হলেও মোকাবিলা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী সপ্তাহে দোহায় হতে যাওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের বৈঠকে এই অর্থ উদ্ধারে আলোচনা হতে পারে বলে আভাস রয়েছে।

এ বিভাগের আরো খবর