বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফগানিস্তানে টিভি নাটকে নারীদের অভিনয়ে মানা

  •    
  • ২২ নভেম্বর, ২০২১ ১০:১০

নিষিদ্ধ করা হয়েছে শরিয়াহ বা ইসলামিক আইন এবং আফগানিস্তানের মূল্যবোধ-বিরুদ্ধ সব ধরনের সিনেমা। পুরুষদের ক্ষেত্রেও কোনো অন্তরঙ্গ দৃশ্য নিষিদ্ধ করা হয়েছে। আর কৌতুক ও বিনোদনের ক্ষেত্রে যেসব আফগানিস্তানের মূল্যবোধবিরোধী, সেগুলোও নিষিদ্ধ বলে বিবেচিত হবে নির্দেশনায় বলা হয়েছে।

আফগানিস্তানে নারীদের ওপর আরও কিছু নিষেধাজ্ঞা আরোপ করল তালেবান সরকার। এর মধ্যে রয়েছে টেলিভিশনে কোনো নাটকে নারীরা অভিনয় করতে পারবেন না

পাশাপাশি নারী সাংবাদিক ও উপস্থাপকদের মাথায় স্কার্ফ পরে পর্দার সামনে আসতে বলা হয়েছে। তবে কোন ধরনের স্কার্ফ ব্যবহার করতে হবে নির্দেশনায় তা পরিষ্কার করা হয়নি।

সাংবাদিকদরা বলছেন, নির্দেশনাগুলোর মধ্যে কয়েকটি অস্পষ্ট। এগুলো ব্যাখ্যা করা দরকার।

দুই দশক পর চলতি বছরের আগস্টের মাঝামাঝিতে ফের আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় কট্টর ইসলামপন্থি তালেবান। কিছুদিন পর গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার।

আর এই সরকার নারীদের ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে চলছে। শুরুতেই মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের ওপর নিষেধাজ্ঞা দেয় তারা, যেমনটা ১৯৯০-এর দশকে ক্ষমতায় এসেও করেছিল তালেবান।

আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নতুন আটটি নিয়ম জারি করেছে তালেবান সরকার। এসবে নারীদের অভিনয়ে বারণের পাশাপাশি আরও কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষিদ্ধ করা হয়েছে শরিয়াহ বা ইসলামিক আইন এবং আফগানিস্তানের মূল্যবোধ-বিরুদ্ধ সব ধরনের সিনেমা। পুরুষদের ক্ষেত্রেও কোনো অন্তরঙ্গ দৃশ্য নিষিদ্ধ করা হয়েছে। আর কৌতুক ও বিনোদনের ক্ষেত্রে যেসব আফগানিস্তানের মূল্যবোধবিরোধী, সেগুলোও নিষিদ্ধ বলে বিবেচিত হবে নির্দেশনায় বলা হয়েছে।

আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলো বেশির ভাগই বিদেশি নাটক দেখায়, যেগুলোতে নারী চরিত্রের প্রাধান্য থাকে।

নারীদের অভিনয় ও নারী সাংবাদিকদের ওপর এসব বিধিনিষেধ ‘অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেছেন আফগানিস্তানে একটি সাংবাদিক সংগঠনের প্রতিনিধি হুজ্জাতুল্লাহ মুজাদ্দেদি।

বিবিসিকে তিনি বলেন, কয়েকটি বিধিনিষেধ বাস্তবিক নয়। এগুলো যদি সত্যিই বাস্তবায়ন করা হয়, তাহলে সম্প্রচারকারীরা তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবেন।

এ বিভাগের আরো খবর