আফগানিস্তানের কাবুলে শিয়া অধ্যুষিত দাশত-ই বারচি এলাকায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
শনিবার এক প্রতিবেদনে প্রেসটিভি জানায়, কাবুলের শহরতলীতে অবস্থিত দাশত-ই বারচি এলাকাটিতে প্রধানত শিয়া ধর্মাবলম্বী হাজারা সম্প্রদায়ের মানুষ বসবাস করে।
শনিবার সেখানে একটি মিনিবাসের মধ্যে কেউ বোমাটির বিস্ফোরণ ঘটায়। বিকট আওয়াজে শক্তিশালী ওই বোমাটি বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন মিনিবাসটির চালক মুর্তজা সংবাদ সংস্থা এপিকে জানান, যেখানে বিস্ফোরণ ঘটেছে তার একটু আগেই এক সন্দেহভাজন লোক তার বাসে চড়েন। এর কিছুক্ষনের মধ্যেই বাসের পেছনের অংশে বিস্ফোরণটি ঘটে।
এ সময় মুর্তজা দেখতে পান, বাসের পেছনের দিকে দুজন পড়ে আছেন। তাদের গায়ের কাপড়ে আগুন ধরে গেছে। বাকি যাত্রীরা মুহূর্তের মধ্যেই বাস থেকে ছিটকে বেরিয়ে যান।
তাৎক্ষনিকভাবে এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনো পক্ষ। তবে ধারণা করা হচ্ছে এটি আইএস জঙ্গিদের কাজ। গত আগস্টে তালেবানরা পুরো আফগানিস্তান দখল করে নেয়ার পর থেকেই সংগঠিত হয়ার চেষ্টা করছে ওই অঞ্চলে থাকা আইএস খোরাসানের জঙ্গিরা।
আগের দিন গত শুক্রবারও আফগানিস্তানের নানগারহার প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজনের প্রাণহানী ঘটেছে। এ ছাড়া মসজিদের ইমামসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।