ভারতের সবচেয়ে বড় শত্রু চীন বলে মন্তব্য করেছেন ভারতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।
তিনি বলেন, ‘একদিকে কাশ্মীর উপত্যকায় পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাস, অন্যদিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকায় চীনের সেনাবাহিনীর আগ্রাসী আচরণের মুখোমুখি হচ্ছে ভারত।’
চীন-পাকিস্তানকে উদ্দেশ্য করে রাওয়াত বলেন, সামনের দিনগুলোতে ভারত দুই দিক থেকেই শত্রুদের মুখোমুখি হতে পারে।
তবে বিশেষভাবে গত কয়েক মাস ধরে ভারত-চীন সীমান্তে চলমান অচলাবস্থার বিষয়ে জেনারেল রাওয়াত বলেন, ‘চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের প্রাথমিক লক্ষ্য নিরাপত্তা অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা। কিন্তু সেখানেও আঘাত আসছে। কারণ চীন আমাদের প্রধান শত্রু।’
অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন অঞ্চলে নতুন চীনা বসতি নির্মাণের খবরের প্রতিক্রিয়ায় রাওয়াত বলেন, ‘চীনা সেনাবাহিনী পুরোনো কাঠামোর ওপর নতুন কাঠামো তৈরি করছে। স্যাটেলাইট ও গুগলের মাধ্যমে পাওয়া এসব ছবি আগে কখনো দেখা যায়নি।’
চীনা সেনাবাহিনীর মতো ভারতও সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকা ও এর আশপাশের অঞ্চলে উন্নয়নমূলক কাজ করছে বলে উল্লেখ করেন রাওয়াত।
তিনি বলেন, ‘আমরা আগে প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকার আশপাশে রাস্তা নির্মাণ করিনি। নির্মাণের পর চীনা সেনারা এসে তা ভেঙে দিতে পারে বলে মানুষের মধ্যে ভয় ছিল। এখন সে ভয় নেই।’
বিপিন রাওয়াত আরও বলেন, ‘লাদাখের গালওয়ান উপত্যকার ঘটনার পর ভারত ও চীনের সেনাদের মধ্যে অনেকবার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুই দেশই সেনাদের এত কাছাকাছি যেতে বাধা দেয়ার চেষ্টা করছে। আমাদের চেষ্টা থাকবে দুই দেশের সেনাবাহিনীকে ২০২০ সালের এপ্রিল পূর্ববর্তী অবস্থানে ফিরিয়ে নেয়া।’