ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে লাগা আগুনে কমপক্ষে ১০ করোনা আক্রান্ত রোগী নিহত হয়েছেন। একজন রোগী গুরুতর দগ্ধ হয়েছেন।
মহারাষ্ট্রের আহমেদনগর শহরের হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শনিবার বেলা ১১টায় আগুন লাগে।
আগুনে ১০ জন নিহত ও একজন গুরুতর দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আহমেদনগরের ডিস্ট্রিক্ট কালেক্টর রাজেন্দ্র ভোসাল।
আহমেদনগর মিউনিসিপাল করপোরেশনের প্রধান ফায়ার অফিসার শংকর মিসেল বলেন, ‘প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন সবকিছু পানি ঢেলে আরও ঠান্ডা করা হচ্ছে।’
এক পুলিশ কর্মকর্তা জানান, আহত ও দগ্ধদের কাছের একাধিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে ১০ জনকে মৃত অবস্থার বিভিন্ন হাসপাতালে নেয়া হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ভোসাল জানান, ১০ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইসিইউতে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে নাকি মেডিক্যাল অক্সিজেন পেতে দেরি হয়েছে, তা খতিয়ে দেখা হবে।
এ ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি গভীর শোক জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এ বছর এপ্রিলে মহারাষ্ট্রের পালগার জেলায় করোনা বিশেষায়িত আরেকটি হাসপাতালের আইসিইউতে লাগা আগুনে নিহত হন ১৫ জন।
গত মার্চে মুম্বাইয়ে করোনা চিকিৎসায় ব্যবহৃত একটি সুপারমলে লাগা আগুনে নিহত হন কমপক্ষে ৯ রোগী।