ইউরোপের ৫৩টি দেশে বর্তমানে উদ্বেগজনক হারে করোনাভাইরাসের বিস্তার বেড়ে চলছে। এ হার অব্যাহত থাকলে আগামী ফেব্রুয়ারির মধ্যে মহাদেশটিতে আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ইউরোপ থেকে শুরু করে সামনের কয়েক সপ্তাহে নতুন করে মহামারি করোনার উর্ধ্বগতি দেখা দিতে পারে সুদূর মধ্য এশিয়া পর্যন্ত। কিংবা যদি বর্তমান ভাইরাসটির বিস্তারের বর্তমান গতিও অব্যাহত থাকে, তাহলেও ঝুঁকি এড়াতে পারবে না বিশাল এ অঞ্চল।
ডব্লিউএইচওর ইউরোপ অঞ্চলের প্রধান ড. হ্যান্স ক্লুগে জানান, এরই মধ্যে অঞ্চলটিতে মহামারি নতুন মাত্রা নিয়েছে। সংক্রমণ শনাক্তের সংখ্যা আবারও পূর্ববর্তী রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে, একই সঙ্গে বেড়েছে সংক্রমণের গতি।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ডব্লিউএইচওর ইউরোপ অঞ্চলের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ড. ক্লুগে বলেন, ‘মহামারির আরেকটি গুরুতর ধাপে পৌঁছেছি আমরা। ইউরোপ আবারও মহামারির কেন্দ্র হয়ে উঠেছে, ঠিক এক বছর আগে যেখানে আমরা ছিলাম।’
তিনি জানান, আগের বারের চেয়ে এখন ভাইরাসটি সম্পর্কে স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও বিশদে জানে এবং লড়াইয়ের হাতিয়ারও আগের চেয়ে উন্নত। তার মতে, বর্তমানে করোনার সংক্রমণ বেড়ে চলার নেপথ্যে রয়েছে কিছু এলাকায় শিথিল স্বাস্থ্যবিধি ও টিকাদানের গতি কম হওয়া।
গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ইউরোপের ৫৩ দেশে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দ্বিগুণ হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে অঞ্চলটি আগামী চার মাসের মধ্যে আরও পাঁচ লাখ মৃত্যু দেখবে।
ডব্লিউএইচও ইউরোপের তথ্য অনুযায়ী, অঞ্চলটিতে এক সপ্তাহে করোনা শনাক্তের সংখ্যা ১৮ লাখে পৌঁছেছে, যা আগের সপ্তাহের চেয়ে ছয় শতাংশ বেশি। একই সময়ে মৃত্যু ১২ শতাংশ বেড়ে পৌঁছেছে ২৪ হাজারে।
অঞ্চলটিতে গড়ে ৪৭ শতাংশ মানুষ করোনা প্রতিরোধী টিকার ডোজ সম্পন্ন করেছে। মাত্র আটটি দেশে মোট জনগোষ্ঠীর ৭০ শতাংশের ডোজ পূর্ণ হয়েছে।
জেনেভায় ডব্লিউএইচওর প্রধান কার্যালয় থেকে বুধবার জানানো হয়, টানা পঞ্চম সপ্তাহের মতো ইউরোপে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। বর্তমানে সারা বিশ্বে কেবল এই একটি অঞ্চলে করোনা বাড়ছে। ইউরোপে সংক্রমণের বর্তমান হার মহামারির ২২ মাসের মধ্যে সর্বোচ্চ; প্রতি লাখে আক্রান্ত ১৯২ জন।
সারা বিশ্বে করোনায় এ পর্যন্ত মারা গেছে ৫০ লাখ ৪০ হাজারের বেশি মানুষ, অঞ্চলের হিসেবে প্রাণহানির শীর্ষে ইউরোপ। অঞ্চলটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৩ লাখের বেশি মানুষের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স ও জার্মানিতে।