দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে সাড়ে পাঁচ কোটির বেশি ইয়াবা ট্যাবলেট ও দেড় টন আইস মাদক জব্দ করেছে পুলিশ। এশিয়া মহাদেশে এটি এযাবৎকালে আটককৃত নিষিদ্ধ মাদকের সবচেয়ে বড় চালান।
জাতিসংঘ কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অ্যালকোহলিক পানীয় বিয়ার বহনকারী একটি ট্রাক থেকে পাঁচ কোটি ৫৬ লাখ পিস মেথাম্ফেটামাইন ট্যাবলেট বা মেথ পিল জব্দ করা হয়েছে। বাংলাদেশে এটি পরিচিত ইয়াবা নামে।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক আঞ্চলিক প্রতিনিধি জেরেমি ডগলাস বৃহস্পতিবার জানান, বুধবার জব্দকৃত একই চালানে আরও ছিল দেড় টন ক্রিস্টাল মেথ বা আইস মাদক।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘গত বছরজুড়ে লাওসে বিপুল পরিমাণ মেথ পিল জব্দ করা হয়েছিল। তবে এবার এক চালানেই জব্দ হয়েছে তারও তিন গুণ বেশি ট্যাবলেট। জব্দকৃত আইস মাদকের পরিমাণও উল্লেখযোগ্য রকমের বেশি।’
মাদকের বাজারে স্থানীয়ভাবে ইয়াবা ও আইস নামে পরিচিত দুটি মাদকই মেথাম্ফেটামাইন রাসায়নিকের শক্তিশালী রূপ। দুটি বস্তুই বিনোদনের উদ্দেশ্যে অপব্যবহার করে মাদকসেবনকারীরা।
বিভিন্ন ধরনের মেথাম্ফেটামাইনের মধ্যে ক্রিস্টাল মেথ বা আইস দেখতে ও সেবনের ধরনের দিক থেকে তুলনামূলক ভিন্ন এবং অনেক বেশি শক্তিশালী।
সম্প্রতি মাদক পাচারকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে লাওস। মিয়ানমারের সংঘাতপ্রবণ শান প্রদেশ থেকে মেথাম্ফেটামাইনের চালান লাওস হয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। এর জেরে রাজনৈতিক অচলাবস্থা আর অর্থনৈতিক ধসের ফলে গত কয়েক মাসে এ সংকট আরও তীব্র হয়েছে।
এদিকে, এ ঘটনায় লাওসের রাজধানী ভিয়েনতিয়ানভিত্তিক মদ উৎপাদক প্রতিষ্ঠান লাও ব্রিউয়ারির বিয়ারবাহী ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় চালক গ্রেপ্তার হলেও প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে বিবৃতি দিয়েছে লাও ব্রিউয়ারি।
লাওসের উত্তরাঞ্চলীয় বোকেও প্রদেশে বুধবারই আটক করা হয় ওই ট্রাকচালককে।
অঞ্চলটি মাদক পাচারের জন্য কুখ্যাত ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’-এর অংশ। মিয়ামার, লাওস ও থাইল্যান্ডের সাধারণ সীমান্ত এলাকা মাদক ইস্যুতে আন্তর্জাতিকভাবে গোল্ডেন ট্রায়াঙ্গল হিসেবে পরিচিত।
অ্যাম্ফেটামাইন জাতীয় উদ্দীপক রাসায়নিক, বিশেষ করে মেথাম্ফেটামাইন উৎপাদনের কেন্দ্র এই গোল্ডেন ট্রায়াঙ্গল। বিভিন্ন আন্তর্জাতিক অপরাধী চক্র অঞ্চলটি হয়ে নিষিদ্ধ এসব মাদক পৌঁছে দেয় জাপান থেকে শুরু করে সুদূর নিউজিল্যান্ড পর্যন্ত।