পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী ও তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ।
রোববার হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে গিয়ে প্রবল শ্বাসকষ্ট আর বুকে ব্যথা অনুভব করায় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন তিনি। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে কার্ডিওলজি বিভাগের আইসিইউতে তাকে সরিয়ে নেয়া হয়।
বর্ষীয়ান রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায়ের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তার চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্রে খবর, সুব্রত মুখোপাধ্যায়ের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
বর্ষীয়ান রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সিওপিডিতে আক্রান্ত। তিনি মাঝেমধ্যেই শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন । পাশাপাশি তার ডায়াবেটিকস ও রক্তচাপের সমস্যা রয়েছে। সুব্রত মুখোপাধ্যায়ের অসুস্থতার খবরে উদ্বিগ্ন রাজনৈতিক মহল।
ষাটের দশকে কংগ্রেস ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের শুরু সুব্রত মুখোপাধ্যায়ের। ১৯৭২ সালে পশ্চিমবঙ্গে কংগ্রেস সরকারের সিদ্ধার্থ রায় মন্ত্রিসভার তথ্য ও সংস্কৃতিমন্ত্রী দায়িত্বে ছিলেন তিনি।
পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তিনি কলকাতার মেয়রও হয়েছেন। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়।