জুমার নামাজে মগ্ন ছিলেন মুসল্লিরা। এ সময়ই আফগানিস্তানের কান্দাহার শহরে অবস্থিত ইমাম বারগাহ মসজিদে শক্তিশালী এক বোমা বিস্ফোরিত হয়েছে।
শুক্রবার স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
আল-জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় ৩২ জনের মৃত্যুর পাশাপাশি অন্তত ৪৫ জন মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের পর কিছু ছবিতে মসজিদের জানালার চূর্ণ-বিচূর্ণ কাচ ও বেশ কিছু মানুষকে মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মসজিদের প্রধান দরজাটির কাছে তিনি অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ঘটনার পর মসজিদের সামনে অসংখ্য মানুষ ও অন্তত ১৫টি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরে আফগান নিরাপত্তা বাহিনীর স্পেশাল ফোর্স এলাকাটির নিরাপত্তা জোরদার করে এবং সাধারণ মানুষকে রক্তদানের জন্য আহ্বান জানায়।
শক্তিশালী বোমাটি কীভাবে বিস্ফোরিত হয়েছে, তা জানা না গেলেও সন্দেহ করা হচ্ছে আত্মঘাতী বোমা হামলাকারীরাই এ ঘটনা ঘটিয়েছে।
বিস্ফোরণের পর বিবিসির আফগান প্রতিনিধি সিকান্দার কারমানি এক টুইটে লিখেছেন, আইএস-এর স্থানীয় শাখা আইএস-খোরাসান এই হামলার দায় স্বীকার করতে পারে।
গত শুক্রবারও আফগানিস্তানের কুন্দুজে নামাজরত মুসল্লিদের ওপর আত্মঘাতী বোমা হামলা করা হয়। এতে অন্তত ৫০ মুসল্লির মৃত্যু ঘটে। মাত্র এক সপ্তাহের ব্যবধানেই এবার ঘটল কান্দাহারের ঘটনা।
কাবুল দখলের আগে গত ১৩ আগস্ট কান্দাহার শহরের নিয়ন্ত্রণ নিয়েছিল তালেবান সেনারা।