কাশ্মীরে বেসামরিক নাগরিক হত্যার পর সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে জম্মু ও কাশ্মীরসহ অন্যান্য বড় শহরের ১৬টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
তল্লাশির একপর্যায়ে মঙ্গলবার রাজধানী দিল্লি থেকে দুই পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তি পাকিস্তানি বংশোদ্ভূত। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একে-৪৭, হ্যান্ড গ্রেনেডের মতো অস্ত্র।
দিল্লির রমেশ পার্ক ও লক্ষ্মী নগর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া দুজনের নাম মোহাম্মদ আশরাফ ও উমর উদ্দিন।
ওই দুজনের কাছ থেকে পাকিস্তানের পরিচয়পত্র পাওয়া গেছে। জানা গেছে, আলি আহমেদ নুরী নামের ভুয়া পরিচয়পত্র নিয়ে ভারতে বসবাস করছিলেন আশরাফ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা পুরান দিল্লিতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।
এনআইএ সন্ত্রাসী সংগঠনের ওভারগ্রাউন্ড নেটওয়ার্ক দমনে মধ্য কাশ্মীরের একাধিক স্থানকে লক্ষ্যবস্তু করছে।
এনআইএ লস্কর-ই-তাইয়েবা, জইশ-ই-মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, আল-বদরসহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের টার্গেট করছে, যারা জম্মু-কাশ্মীর ও এর বাইরে ছড়িয়ে আছে।
আনুষ্ঠানিক বিবৃতিতে এনআইএ জানিয়েছে, ‘মূলত নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবা (এলইটি), জইশ-ই-মোহাম্মদ (জেএম), হিজব-উল-মুজাহিদিন (এইচএম) এবং তাদের সহযোগী আল-বদর, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ), পিপল এগেইনস্ট ফ্যাসিস্ট ফোর্সেস (পিএএফএফ), মুজাহিদীন গাজওয়াতুল হিন্দ ইত্যাদি সংগঠনের সঙ্গে জড়িত মানুষের বাড়িতেই তল্লাশি চালানো হয়েছে।’